ঢাকায় পৌঁঁছেছেন সাফজয়ী নারীরা

ঢাকায় পৌঁঁছেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
সাবিনাদের বিমানবন্দরে সাদরে গ্রহণ করেন বাফুফের কর্মকর্তারা। চ্যাম্পিয়ন মেয়েদের অভ্যর্থনা জানাতে এবারও প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন বিআরটিসির একটি ছাদখোলা বাস। এর আগে ২০২২ সালেও দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাসটিতে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে বলে জানিয়েছে বাফুফে। এরপর ওই বাসে করে বাফুফে ভবনে আসবেন চ্যাম্পিয়নরা।
বিকেল ৫টায় বাফুফে ভবনে আসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে দক্ষিণ এশিয়ার রানিদের সংবর্ধনা জানাবেন তিনি। এর আগে টেলিফোনে চ্যাম্পিয়ন মেয়েদের সাথে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গতকাল বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।
এমএইচ/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - খেলাধুলা
- ১ রুদ্ধশ্বাস লড়াইয়ে রাজস্থানের প্রথম জয়, দ্বিতীয় হার চেন্নাইয়ের
- ২ জিরোনাকে এক হালি দিয়ে ফের এগিয়ে গেলো বার্সেলোনা
- ৩ ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতাম
- ৪ দিল্লির দুর্দান্ত জয়ে স্টার্কের ৫, টানা দ্বিতীয় হার হায়দরাবাদের
- ৫ ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা অস্ট্রেলিয়ার