লা লিগায় মহা গুরুত্বপূর্ণ রাত আজ
মোট ৩৮ পর্বের খেলা। ইতিমধ্যে হয়ে গেছে ৩৬টি করে পর্ব। ৮৫ পয়েন্ট করে নিয়ে শীর্ষে অবস্থান বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের। যদিও গোল ব্যবধানে এগিয়ে বার্সেলোনা। ৮৪ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। এমনই এক সমীকরণকে সামনে রেখে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ।
কোনভাবেই যদি আজ কোন দল কোনভাবে পয়েন্ট হারায়, তাহলে এই মৌসুমে শিরোপা জয়ের সম্ভাবনা চিরতরে শেষ হয়ে যাবে। যে কারণে বলা হচ্ছে, দ্য মোস্ট ইমপরটেন্ট নাইট ইন দ্য লা লিগা। আজই কী তবে নির্ধারিত হয়ে যাচ্ছে, কে হবে স্পেনের সেরা?
ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরিআ`র পর শনিবার নিস্পন্ন হয়ে গেল বুন্দেসলিগার শিরোপাও। ইউরোপের প্রায় প্রতিটা হেভিওয়েট লিগই তাদের চ্যাম্পিয়ন পেয়ে গেছে; অথচ এখনও স্পেন অপেক্ষা করছে সেরা দলটিকে বেছে নেয়ার জন্য।
কয়েক মাস আগে পর্যন্তও বার্সেলোনা আরাম করেই শীর্ষস্থান দখল করে রেখেছিল। কিন্তু টানা তিন ম্যাচ হারের কারণে বার্সার প্রতিদ্বন্দ্বী হিসেবে দৌড়ে চলে আসে দুই মাদ্রিদ, রিয়াল এবং অ্যাটলেটিকো। রোববার ত্রিমুখী লড়াইয়ের প্রথম ফাইনাল। যেখানে একই সময়ে খেলতে নামবে লিগের তিন দাবিদার। বাংলাদেশ সময় রাত ৯টায় ন্যু ক্যাম্পে বার্সার সামনে এস্পানিওল। রিয়াল মাদ্রিদের সামনে ভ্যালেন্সিয়া এবং লেভান্তের মাঠে খেলতে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে এখন লা লিগা জেতাই প্রধান লক্ষ্য। এমএসএন ত্রি-ফলার হাতে কোনও ট্রফি না উঠলে লুইস এনরিকেরও চাকরি নিয়েও শঙ্কা দেখা দিতে পারে। তার ওপর, আবার এই ম্যাচটাই এবার লা লিগায় ন্যু কাম্পে বার্সার শেষ ম্যাচ।
এই কারণেই রোববার এস্পানিওলের বিরুদ্ধে ‘কাতালান ডার্বির’ আগে দলকে আত্মতুষ্ট না হয়ে পড়ার আবেদন জানালেন স্প্যানিশ কোচ। ‘লক্ষ্য হারালে চলবে না। ন্যু কাম্পে এই মৌসুমে আমাদের শেষ ম্যাচ। এস্পানিওল দারুণ একটা চ্যালেঞ্জ।’ লুইস সুয়ারেজ দুরন্ত ফর্মে থাকলেও নেইমার আর মেসি এখন নিয়মিত গোলের মধ্যে নেই।
তাতে অবশ্য চিন্তিত নন বার্সা কোচ। ‘আমার দল তৈরি। আশা করছি সমর্থকরাও পাশে থাকবে। সুয়ারেজ দলের হয়ে ট্রফি জিততে বেশি পছন্দ করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার থেকে`- বলেন এনরিকে।
বার্সা যখন নিজেদের প্রতিবেশীদের বিরুদ্ধে শীর্ষস্থান দখল করার লক্ষ্যে নামবে ঠিক তখনই দুই মাদ্রিদও তাদের ম্যাচ খেলবে। যাদের লক্ষ্য শেষ দিন পর্যন্ত লা লিগার যুদ্ধ টেনে নিয়ে যাওয়া। এবারের চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্টের মধ্যে রিয়াল মাদ্রিদের সামনে ভ্যালেন্সিয়া।
জিনেদিন জিদান কোচ হওয়ার পর থেকেই রিয়ালের অন্ধকার ভরা মৌসুম হঠাৎ করেই আশার আলো দেখেছে। লা লিগায় শেষ দশ ম্যাচে একটাও হারেনি রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া গ্যারেথ বেলও এখন দুর্দান্ত ফর্মে। বার্সা ও অ্যাটলেটিকোর থেকে মাত্র এক পয়েন্ট নিচে রিয়াল। বাকি দুই দাবিদারের উপরে চাপ বজায় রাখতে তাই ফরাসি কোচ চাইছেন লা লিগায় অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে।
তিনি বলেন, ‘ভ্যালেন্সিয়া এখন ভালো খেলছে। ওরা খুবই শক্তিশালী দল; কিন্তু আমাদের পয়েন্ট তুলতেই হবে,’ বলছেন জিদান। সঙ্গে আবার ফাইনালে ওঠার আত্মবিশ্বাসকে শেষ দুই লা লিগা ম্যাচে কাজে লাগাতে বলছেন জিদান। বলছেন, ‘অনেক খেটেছে দল। এই জন্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পেরেছি।’
রোনালদোর চোট প্রসঙ্গেও জিদান বলছেন দলের তুরুপের তাস এখন একশো ভাগ ফিট। ‘রোনালদোর কোনও সমস্যা নেই। ও খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। বেনজেমাও হয়তো খেলতে পারে।’
আর অ্যাটলেটিকো মাদ্রিদ? যাদের মৌসুম শুরুতে কোনও নম্বরই দেওয়া হয়নি। অথচ মৌসুম শেষে স্পেনের বিগ-টুর রাস্তার প্রধান কাঁটা হয়ে উঠেছে তারা। বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্ট অ্যাটলেটিকোর। অর্থাৎ যদি বার্সা ড্র করে আর অ্যাটলেটিকো জেতে তাহলে শীর্ষে উঠবে দিয়েগো সিমিওনের দল; কিন্তু লেভান্তের বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক সিমিওনে। তিন দিন আগেই দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলা এই কোচ বলছেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। জিততেই হবে ম্যাচটা।’
আইএইচএস/পিআর