ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারো ডিমেরিট পয়েন্ট পাবে শেরে বাংলা?

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০২৪

তাইজুল ইসলামের ৫ উইকেট, সাকিবের পরে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২০০ উইকেট শিকার এবং সাকিবের চেয়ে কম টেস্টে ২০০ উইকেট শিকারী হওয়া- তাইজুলের তিন কৃতিত্বের কথাই প্রথম দিন শেষে সবার মুখে মুখে।

কিন্তু এর বাইরে আজ শেরে বাংলায় আরও একটি বড় ঘটনা ঘটেছে। তাহলো, টেস্টের প্রথম দিন সর্বাধিক ১৬ উইকেটের পতন ঘটলো আজ। বাংলাদেশ ১০৬ রানে প্রথম ইনিংস শেষ করার পর দিন শেষে দক্ষিণ আফ্রিকারও ৬ উইকেট খোয়া গেছে।

দিন শেষে ২৪৬ রানে ২ দলের ১৬ উইকেটের পতন ঘটলো আজ সোমবার। এতকাল শেরে বাংলায় কোন টেস্টের প্রথম দিন সর্বাধিক ১৫ উইকেট পতনের রেকর্ডটি হয়েছিল গত বছর ডিসেম্বরে। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যকার সেই টেস্টের প্রথম দিন বাংলাদেশ অলআউট হয়েছিল ১৭২ রানে (৬৬.২ ওভারে)। জবাবে নিউজিল্যান্ড দিন শেষ করেছিল ৫ উইকেট খুইয়ে ৫৫ রান করে।

কাকতালীয়ভাবে এই মাঠে সেটাই ছিল শেষ টেস্ট। ১০ মাস পর একই মাঠে আবার হওয়া কোন টেস্টের প্রথম দিনে উইকেট পতনের অনুপাতও প্রায় এক।

তবে এটাই এ প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয় নয়। আসল বিষয় হলো, মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ টেস্ট ম্যাচে একদিন বৃষ্টিতে খেলা হয়নি। তারপরও ৩ দিনেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল।

তিনদিনে ৩৬ উইকেটের পতন ঘটেছিল সেবার। দু’দলের ৪ ইনিংসে কোন দল একবারের জন্যও ২০০ করতে পারেনি। এমন বোলিং সহায়ক উইকেট দেখে আইসিসি শেরে বাংলাকে ডিমেরিটস পয়েন্ট দিয়েছিল।

এবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনই ১৬ উইকেটের পতন ঘটেছে। বাকি ৪ দিনে কয় উইকেটের পতন ঘটে, সেটাই দেখার। সেই সাথে প্রশ্ন জাগছে, এবারও কি আবার সেই ডিমেরিটস পয়েন্ট জুটবে হোম অফ ক্রিকেটের গায়ে?

এআরবি/আইএইচএস/