জুলাইতে আসছে সানিয়ার আত্মজীবনী
এখনও বাজারে আসেনি। ঘোষণা দেয়া হয়েছে আগামী জুলাইতে বাজারে ছাড়া হবে ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার আত্মজীবনী। তাতেই শোরগোল পড়ে গেছে। এখনও আলোচনার তুঙ্গে চলে এসেছে সানিয়ার আত্মজীবনী। প্রকাশক হার্পার কলিন্স জানিয়েছেন, জুলাইতে ‘এইস এগেইনস্ট অডস’ নামে আত্মজীবনীটি বাজারে ছাড়া হবে।
সবচেয়ে মজার বিষয় হলো সানিয়ার আত্মজীবনী লিখেছেন তার বাবা ইমরান মির্জা। সানিয়া মির্জার পেশাদার জীবনের প্রথম এক ডজন বছরের কাহিনি নিয়েই রচিত হয়েছে এই বইটি। তাতে উঠে আসছে কিভাবে টেনিসের ডাবলসে তিনি বিশ্বর্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসলেন সেই কাহিনি।
সানিয়ার আত্মজীবনীর প্রকাশক হার্পার কলিন্স-এর প্রধান সম্পাদক জানিয়েছেন, ‘টেনিসবিশ্বে সানিয়ার অসাধারণ কৃতীত্ব সবার কাছে প্রেরণামূলক। আশাকরি, এই বইটা পরবর্তী প্রজন্মের টেনিস খেলোয়াড়দের কাছে একটা সার্থক রোডম্যাপ হবে। সানিয়ার আত্মজীবনী নিয়ে আমরা কাজ করতে পেরে গর্বিত।’
সানিয়া নিজে জানিয়েছেন, ‘আশা করি, এই বইটি আগামী প্রজন্মকে রাস্তা দেখাবে। আমার গল্প যদি একজন তরুণ বা তরুণীকেও অনুপ্রাণিত করে, ভবিষ্যতে সে যদি গ্র্যান্ডস্লাম জিততে পারে, সেটা হবে আমার সেরা পাওয়া। শুধু টেনিস কোর্টে নয়, চলার পথে, এগোনোর পথে সানিয়াকে যারা সাহায্য করেছেন, তাঁদের সবার কথা আছে এই বইয়ে।’
আইএইচএস/আরআইপি