ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাসাকাদজার চোখে সেরা অধিনায়ক মাশরাফি

প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৫ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত সাফল্যের ঝুড়ি পুরোপুরি শূন্য কলাবাগান ক্রীড়া চক্রের। অথচ এই দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যার হাতে বাংলাদেশের ক্রিকেটের চেহারাই বদলে গেছে, তিনি কি না প্রিমিয়ার লিগে এসে একেবারেই নিষ্প্রভ। দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হচ্ছেন!

কলাবাগানে মাশরাফির সতীর্থ জিম্বাবুয়ে দলের বর্তমান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। কলাবাগান ক্রীড়া চক্রের বিদেশী রিক্রুট বলতে উল্লেখযোগ্য এটুকুই। আবদুর রাজ্জাক কিংবা মেহরাব জুনিয়র দলে থাকলেও তেমন একটা প্রভাব ফেলতে পারছেন না।

দল ব্যর্থ হলেও হ্যামিল্টন মাসাকাদজার চোখে বর্তমান সময়ের ক্রিকেট বিশ্বে একজন সেরা অধিনায়কদের একজন হলেন মামরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘মাশরাফি অসাধারণ একজন অধিনায়ক। যেমন নেতৃত্বগুণ ঠিক তেমনি বাকিদের জন্য অনুপ্রেরণার প্রতীকও বটে। এক কথায় বললে মাশরাফি বিশেষ একটা চরিত্র! যিনি কি না দলে গভীর একটা প্রভাব ফেলতে সক্ষম।’

গত দেড়-দুই বছর ধরে বাংলাদেশ যে ক্রিকেটে তরতর করে এগিয়ে যাচ্ছে, সেটা রীতিমত গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে আইসিসির কাছে। পুরো ক্রিকেট বিশ্বই অবাক, বাংলাদেশের অগ্রগতি দেখে। সব বিশেষজ্ঞই মুগ্ধ হচ্ছে বাংলাদেশের এমন উত্থানে। অন্যদের মতো মাসাকাদজাও মুগ্ধ বাংলাদেশের এই উন্নতিতে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খুব অল্প সময়ে বাংলাদেশ দল ব্যাপক উন্নতি করেছে। যেটা আমরা করতে পারিনি। এ জন্য বোর্ডের পাশাপাশি দলে খেলোয়াড়দের প্রতিজ্ঞা ও একাগ্রতাই মূলতঃ সাফল্য এনে দিয়েছে।’

বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের অন্তর্নিহিত কারণটাও দেখিয়ে দিয়েছেন তিনি। মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো আগের থেকে অনেক উন্নত। তাছাড়া, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সব ধরনের প্রতিযোগিতা নিয়মিত হচ্ছে। যে কারণ প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসছে নিয়মিতভাবে। এ কারণে জিম্বাবুয়ের তুলনায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট অনেক এগিয়ে। এর পেছনে অবশ্য বিসিবি`র অবদানই সবচেয়ে বেশি।’

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন