ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস হেরে ব্যাটিংয়ে কেকেআর

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৪ মে ২০১৬

টানা দুই ম্যাচ হারের পর সর্বশেষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে শেষ চারে ওঠার লড়াইয়ে দারুনভাবে নিজেদের ধরে রাখল শাহরুখ খানের দল। টানা ৬ ম্যাচ নিজেদের হোম ভেন্যুর বাইরে খেলার পর অবশেষে ঘরের মাঠে ফিরল কলকাতা। এবার তাদের প্রতিপক্ষ প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।

তবে নিজেদের মাঠে শুরুতে ভাগ্য সহায় হলো না কেকেআরের। শুরুতেই টস হারলো তারা। টস জিতে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক মুরালি বিজয় নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নামতে হয়েছে কেকেআরকে।

৮ ম্যাচের ৫টিতে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১০ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারাতে পারলে কেকেআর উঠে আসবে শীর্ষে। কারণ, তখন গুজরাট লায়ন্সের সঙ্গে পয়েন্ট সমান হয়ে গেলেও রান রেটের হিসেবে তারাই এগিয়ে থাকবে।

অপরদিকে ৭ ম্যাচের মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানীতে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচে জিততে পারলে শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখতে পারবে তারা। কী হবে আসলে এই ম্যাচে? এমনই সমীকরণকে সামনে রেখে খেলতে নেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং কেকেআর।  

কলকাতা নাইট রাইডার্স
রবীন উথাপ্পা, গৌতম গম্ভীর, মানিষ পাণ্ডে, সুর্যকুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, ব্র্যাড হগ, পিযুশ চাওলা, মরনে মর্কেল, উমেষ যাদব।

কিংস ইলেভেন পাঞ্জাব
মুরালি বিজয়, ম্যানন ভোর, মিচেল স্টোইনিজ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, গুরকিরাত সিং, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, সন্দীপ শর্মা, স্বপ্নিল সিং।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন