ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

র‌্যাংকিংয়ে আরও পিছিয়ে পাকিস্তান

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৪ মে ২০১৬

বছরজুড়ে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে পাকিস্তান। টেস্টে মোটামুটি ভালো করতে পারলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি যাচ্ছেতাই অবস্থা পাকিস্তানের। আজহার আলীর নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট এগিয়ে চলছে অজানা গন্তব্যে। টি-টোয়েন্টিতেও একই অবস্থা। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হলেণ শহিদ আফ্রিদি।

গত বছর সেপ্টেম্বরেই পাকিস্তানের সঙ্গে র‌্যাংকিং নিয়ে দারুন একটি লড়াই করতে হয়েছিল বাংলাদেশের সঙ্গে। কারণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭ম কিংবা অষ্টম স্থানে থাকে, তাহলে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে টাইগাররা। সব শেষে সে স্বপ্ন পূর্ণ করেই এগিয়ে চলছে টাইগাররা।

তবে, বাজে পারফম্যান্সের প্রভাব পড়েছে পাকিস্তানের র‌্যাংকিংয়ে। একধাপ পিছিয়ে তাদের অবস্থান এখন ৯ নম্বরে। ১ ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রেটিং পয়েন্টও বেড়েছে তাদের। ৮৬ রেটিং থেকে তাদের বেড়ে দাঁড়িয়েছে ৮৮। তবে আগের ৮৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে চলে গেলো পাকিস্তান।

৪ রেটিং পয়েন্ট বাড়িয়ে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ১০ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। তাদের মোট পয়েন্ট ৫১। জিম্বাবুয়ের রেটিং বেড়েছে ২টি। ৪৭ হলেও তারা নেমে গেলো ১১ নম্বরে।

আইএইএচএস/আরআইপি

আরও পড়ুন