ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্যারিয়ার সেরা বোলিংয়েও মলিন মাহমুদউল্লাহ

প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৪ মে ২০১৬

ক্যারিয়ারের সেরা বোলিং করেও মলিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ। মূলত ব্যাটসম্যান হিসাবে স্বীকৃত হলেও বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নেন তিনি। তবে ১০ ওভার বল করে রান দিয়েছেন ৬৬টি। ফলে ৩১৮ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটাই সেরা বোলিং সাফল্য মাহমুদউল্লাহর। প্রিমিয়ার লিগে এবারই প্রথম পাঁচ উইকেট নিলেন তিনি। এর আগে তার সেরা বোলিং ছিল ৪/৭৫।  তবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের তোপে ৫ উইকেট উদযাপন করা হয়নি রিয়াদের। কারণ শেখ জামালের সবচেয়ে খরুচে বোলার তিনিই।

ব্যাটিংয়ে সুবিধা করে উঠতে পারেননি মাহমুদউল্লাহ। ৩১৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৭১ মিনিট উইকেটে ছিলেন। তবে ৫৫ বল মোকাবেলা করে রান করেছেন ৩৭টি। ফলে যথারীতি ধুঁকছে তার দল।

এশিয়া ও বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা মাহমুদউল্লাহ প্রিমিয়ার লিগে এখনও নিজের ছন্দ খুঁজে পাননি। ব্যাটিংয়ে এদিনের ম্যাচের ৩৭ রানই সর্বোচ্চ। এর আগে আবাহনীর বিপক্ষে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি।

আরটি/এমআর/আরআইপি

আরও পড়ুন