পয়েন্ট তালিকার তলানিতে মাশরাফির কলাবাগান
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শেষ হয়েছে মঙ্গলবার। প্রথম তিন রাউন্ড শেষে টেবিলের শীর্ষে আছে গতবারের রানারআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর শেষের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দল কলাবাগান ক্রীড়া চক্র। তিন ম্যাচের তিনটিতেই হারের স্বাদ পেয়েছে তারা।
প্রথম ম্যাচে এক ঝাঁক বাংলাদেশ জাতীয় দলের তারকা দিয়ে তৈরি শক্তিশালী আবাহনীর কাছে অসহায় আত্মসমর্পণ করে কলাবাগান। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল তারা। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জয় পেতে পেতে শেষ মুহূর্তে হেরে যায় তারা। শেষ তিন বলে তিনটি রানআউটে মাত্র ৪ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এরপর প্রাইমব্যাংকের বিপক্ষে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরে যায় তারা।
অথচ এই মাশরাফিকে পেয়েই বদলে গিয়েছিল বাংলাদেশ। ২০১৪ সালে একের পর এক হারে যখন কোণঠাসা টাইগাররা। তখনই নেতৃত্ব হাতে পেয়ে বদলে দেন দলকে। তবে মাশরাফির সে দলে নতুন পুরনো মিলিয়ে এক ঝাঁক পারফরমার ছিলেন। শুধু তাই নয়, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি।
কলাবাগান মাশরাফি ছাড়া বলার মত তারকা রয়েছেন আব্দুর রাজ্জাক। মূলতঃ ব্যাটসম্যানদের ব্যর্থতায় একের পর এক হারতে হচ্ছে তাদেরকে।
বিদেশী তারকা হ্যামিল্টন মাসাকাদজাকে দিয়ে টপ অর্ডারের ঘাটতি পূরণ করেন মাশরাফি। তবে একজন ভালো মানের মিডেল অর্ডার ব্যাটসম্যানের অভাব অনুভব করছেন তিনি। মিডল অর্ডারে মেহরাব জুনিয়র, তানভীর হায়দার ও শরিফুল্লাহ প্রত্যাশা মেটাতে ব্যর্থ হচ্ছেন।
ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারছেন না তাসামুল। তাই একজন ভালো মানের মিডেল অর্ডার ব্যাটসম্যান পেলে এ দল নিয়ে চ্যাম্পিয়নশিপ লড়াই করতে পারবেন বলে জানান মাশরাফি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম তিন রাউন্ডের পয়েন্ট টেবিলঃ
দল |
ম্যাচ |
জয় |
টাই |
হার |
পয়েন্ট |
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব |
৩ |
৩ |
০ |
০ |
৬ |
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব |
৩ |
২ |
১ |
০ |
৫ |
গাজী গ্রুপ ক্রিকেটার্স |
৩ |
২ |
০ |
১ |
৪ |
আবাহনী লিমিটেড |
৩ |
২ |
০ |
১ |
৪ |
মোহামেডান স্পোর্টিং ক্লাব |
৩ |
২ |
০ |
১ |
৪ |
শেখা জামাল ধানমন্ডি ক্লাব |
৩ |
২ |
০ |
১ |
৪ |
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব |
৩ |
২ |
০ |
১ |
৪ |
লিজেন্ডস অব রূপগঞ্জ |
৩ |
১ |
১ |
২ |
৩ |
ব্রাদার্স ইউনিয়ন |
৩ |
১ |
০ |
২ |
২ |
ক্রিকেট কোচিং স্কুল |
৩ |
০ |
০ |
৩ |
০ |
কলাবাগান ক্রিকেট একাডেমী |
৩ |
০ |
০ |
৩ |
০ |
কলাবাগান ক্রীড়া চক্র |
৩ |
০ |
০ |
৩ |
০ |
আরটি/এবিএস