ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইনজামামের দল থেকে বাদ আফ্রিদি-আকমল-শেহজাদ

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০২ মে ২০১৬

পাকিস্তান ক্রিকেটে যে বড় ধরননের সংস্কার চলছে সেটা ইনজামাম-উল হককে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া থেকেই বোঝা গিয়েছে। এবার আরও বড় চমক দেখালেন ইনজামাম। দলে পূনর্গঠন শুরু করতে কোন সময়ই আর লস করতে রাজি নন ইনজি। যে কারণে তিন সিনিয়র ক্রিকেটার শহিদ আফ্রিদি, উমর আকমল এবং আহমেদ শেহজাদকে বাদ দিয়েই ৩৫ সদস্যের পাকিস্তান প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি। আগামী আগস্টে ইংল্যান্ড সফর উপলক্ষে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে এই ৩৫ ক্রিকেটারকে নিয়ে।

এশিয়াকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয় সংস্কার প্রক্রিয়া। যে কারণে ইনজামামকে নিয়োগ দেয়া হয় প্রধান নির্বাচক হিসেবে। অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান আফ্রিদি এবং কোচের পদ থেকে পদত্যাগ করেন ওয়াকার ইউনুস। তবে নেতৃত্ব ছাড়লেও আফ্রিদি বলেছিলেন, তিনি একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলে যেতে চান।

কিন্তু নির্বাচকরা আর তাকে সে সুযোগ দিলেন না। ইনজামামের নেতৃত্বে এই দলে রয়েছেন সাবেক ক্রিকেটার ওয়াজহাতুল্লাহ ওয়াস্তি, তৌসিফ আহমেদ এবং ওয়াসিম হায়দার। ইনজামাম বলেন, ‘আমরা আগামী এক বছরে মাত্র ৬টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবো। এ কারণে আমরা মনে করছি, এ সময়ে এসে নতুনদেরই সুযোগ করে দেয়া উচিৎ। এই সময়ে হয়তো আফ্রিদি বেশ ভালো বিশ্রাম পাবে এবং নিজের ফর্মে ফিরে আসতে পারবেন তিনি।’

আহমেদ শেহজাদ এবং উমর আকমলের বিপক্ষে শৃঙ্খলা ভঙের অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘শেহজাদ এবং উমর আকমলের বিপক্ষে শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে। শুধু তাই নয়, তাদের পারফরম্যান্সও আশানুরুপ নয়।’

দল থেকে বাদ পড়লেও আবারও ফিরে আসার প্রত্যয় জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘এই মওসুমে কাউন্টি ক্রিকেট খেলতে যাবো আমি। সেখানেই চেষ্টা করবো নিজেকে প্রমাণ করার। এরপরই আশা করবো দলে ফিরতে পারবো আমি।’

পাকিস্তানের প্রাথমিক দল
মোহাম্মদ হাফিজ*, সামি আসলাম, ইফতিখার আহমেদ, আজহার আলি, শারজিল খান, খুররম মনজুর, শান মাসুদ, ইউনিস খান, মিসবাহ-উল হক, আসাদ শফিক, শোয়েব মালিক, বাবর আজম, হ্যারিস সোহেল*, খালিদ লতিফ, ফওয়াদ আলম, আকবার-উর রহমান, আসিফ জাকির, আনোয়ার আলি, বিলাওয়াল ভাট্টি, মোহাম্মদ আমির, রাহাত আলি*, ইমরান খান, সোহেল খান, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলি, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, আদনান আকমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, মুহাম্মদ আসগর, ইমাদ ওয়াসিম*, বিলাল আসিফ, জোহাইব খান।
* ফিটনেসে সমস্যা রয়েছে।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন