ইউএস ওপেন থেকে বিদায় চ্যাম্পিয়ন জোকোভিচের
ইউএস ওপেনে ব্যর্থ মিশন শেষ করলেন নোভাক জোকোভিচ। তার সামনে সুযোগ ছিল ছেলে-মেয়েদের টেনিসে সর্বকালের সর্বোচ্চ ২৫টি গ্রান্ডস্লাম জেতার। কিন্তু রেকর্ড গড়তে পারলেন না ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন। সার্বিয়ান কিংবদন্তির ২৫তম গ্রান্ডস্লাম জয়ের স্বপ্ন ভেঙে গেছে তৃতীয় রাউন্ডেই।
এর আগে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন কার্লোস আলকারাজ। এবার সেই একই পথে হাঁটলেন চ্যাম্পিয়ন জোকোভিচও।
গতকাল শনিবার অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যালেক্সেই পপিরিনের কাছে হেরে যান জোকোভিচ। র্যাঙ্কিংয়ে ২৮তম পপিরিনের কাছে ৬-৪, ৬-৪, ২--৬, ৬-৪ ব্যবধানে হারেন এই সার্বিয়ান।
গত ১৮ বছরে ইউএস ওপেনে এটি জোকোভিচের দ্রুততম বিদায়। সর্বশেষ ২০০৬ সালে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিযোগিতাটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
২০১৭ সালের পর এই প্রথম কোনো গ্রান্ডস্লাম ছাড়া মৌসুম শেষ করলেন জোকোভিচ। এর আগে ফ্রেঞ্চ ওপেন ও উইলম্বডনে হেরেছিলেন তিনি।
With Novak Djokovic’s loss at the US Open, 2024 is the first year since 2002 that one of Roger Federer, Rafa Nadal, or Novak Djokovic didn’t win a Grand Slam title.
— The Tennis Letter (@TheTennisLetter) August 31, 2024
22 years.
Times are changing. pic.twitter.com/S2puk2yA91
ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী জোকোভিচ বলেন, ‘এখন পর্যন্ত খেলা সবচেয়ে বাজে টেনিস খেলেছি আজ। সত্যি বলতে, এই টুর্নামেন্টের শুরু থেকে আমি যেমন অনুভব করেছি এবং যেভাবে খেলেছি, সে হিসেবে তৃতীয় রাউন্ডই আমার সফলতা।’
অন্যদিকে ২৫ বছর বয়সী পপিরিন প্রথমবারের মতো গ্রান্ডস্লামের চতুর্থ রাউন্ডে উঠলেন।
আরআই/এমএইচ/এমএস