মুস্তাফিজ অবিশ্বাস্য, বললেন ডার্ক ন্যানেস
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। সেই ম্যাচে পেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স এবং শেন ওয়াটসনের উইকেট। তার বল খেলতে গিয়ে রীতিমত হিমসিম খেয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। আবারো গেইল-কোহলিদের মুখোমুখি মুস্তাফিজের হায়দারাবাদ। এ ম্যাচেও নামার আগে তাদের চিন্তায় মুস্তাফিজ।
ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পরে নিজেকে আরো শাণিত করেছেন। ব্যাটসম্যানদের জন্য আতংক হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। তাই এই ম্যাচে শুধু মুস্তাফিজের কারণে হায়দারাবাদকে এগিয়ে রাখছেন ইএসপিএন ক্রিকইনফোর বিশেষজ্ঞ সাবেক অসি পেসার ডার্ক নানেস।
এখন পর্যন্ত মুস্তাফিজকে দেখে তার একটা জিনিসই মনে হয়েছে। ‘মুস্তাফিজ অবিশ্বাস।’ ন্যানেস বলেন, ‘সে যেভাবে তার গতিকে নিয়ন্ত্রণ করে এটা সত্যিই বিস্ময়কর। মুস্তাফিজ এখন পর্যন্ত অবিশ্বাস্য।’
মুস্তাফিজের বর্তমান ফর্ম অনেক ভালো হলেও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে মুস্তাফিজকে, এমনটাই বলেন ন্যানেস। ‘আমি জানিনা সে কতদিন তার ফর্ম ধরে রাখতে পারবে। কিন্তু তার বর্তমান ফর্ম বুঝিয়ে দিচ্ছে তাকে আরো অনেক দূর যেতে হবে। কেউই তাকে বুঝতে পারছেনা। বোলিং অ্যাকশন পরিবর্তন না করে গতি নিয়ন্ত্রণ করাটা আশ্চর্যজনক। আমার তো মনে হয়, বিশ্বের কোন ব্যাটসম্যানই মুস্তাফিজকে পুরোপুরি বুঝতে পারবেনা।’
আরআর/এবিএস