ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাফুফে নির্বাচন শুরু

প্রকাশিত: ০৮:৩২ এএম, ৩০ এপ্রিল ২০১৬

ক্রীড়াঙ্গনের বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন শুরু হয়েছে দুপুর ২টায়। নির্বাচন শেষ হবে বিকাল ৫টায়। এর আগে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে বাফুফের সাধারণ সভা। চলে দুপুর ১টা পর্যন্ত।

বাফুফে নির্বাচন ঘিরে গত কয়েকদিন ক্রীড়াঙ্গনে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, বাঁচাও ফুটবল পরিষদ কর্তৃক বর্তমান বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিল, তাতে বার্ষিক সাধারণ সভা উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা ছিল। তবে, যে হট্টগোলের সম্ভাবনা ছিল, সেটা হয়নি। ভালো ভালোয় শেষ হয়েছে বাফুফের এজিএম।

দুই শক্তিশালী প্রতিপক্ষ এবার প্রতিদ্বন্দ্বিতা করায় বাফুফে নির্বাচন এবার বেশ আলোচিত। এবার নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী সম্মিলিত পরিষদের কাজী সালাউদ্দিন এবং বাঁচাও ফুটবল পরিষদের কামরুল আশরাফ খান পোটন। সভাপতি-সহ সভাপতিসহ মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৬জন প্রার্থী। ভোটার মোট ১৩৪ জন।

football

নির্বাচনে প্রার্থী

সভাপতি : কাজী মো. সালাউদ্দিন, কামরুল আশরাফ খান পোটন।

সহ-সভাপতি : কাজী নাবিল আহমেদ, বাদল রায়, সামশুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি, খুরশিদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ, একেএম মমিনুল হক সাঈদ, তাবিথ আউয়াল এবং শেখ মুহাম্মদ মারুফ হাসান।

সদস্য: হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রূপু, ফজলুর রহমান বাবুল, ইলিয়াছ হোসেন, মাহফুজা আক্তার কিরণ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহিউদ্দিন আহমেদ সেলিম, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, সালেহ্ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো, তৌফিকুল ইসলাম তোফা, নওশের উজ্জামান, শেখ মো. আসলাম, আব্দুল গাফ্ফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফার উজ জামান খান সোহরাব, হাজী মো. টিপু সুলতান, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির, কায়সার হামিদ, ইমতিয়াজ সুলতান জনি, বিজন বড়ুয়া, আমের খান, মো. ইকবাল হোসেন, মো. হাসানুজ্জামান খান বাবলু, মো. সাইফুর রহমান মনি, হাজী মো. টিপু সুলতান, মোঃ ইকবাল হোসেন, আসাদুজ্জামান মিঠু।

আইএইচএস/এমআর/এবিএস

আরও পড়ুন