ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ হবে না : আমিনুল হক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৩ আগস্ট ২০২৪

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গোলরক্ষক ও অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়বাদীয় দল বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে ক্রীড়াঙ্গনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, পদত্যাগ এবং ত্যাগী ও পরীক্ষিত ক্রীড়া সংগঠকদের নিয়ে সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশন গঠনের দাবীতে আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ১০ টায় পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সাবেক তারকা গোলরক্ষক আমিনুল হক জাগো নিউজকে বলেছেন, ‘আমাদের কর্মসূচি হবে শন্তিপূর্ণ, যেভাবে আজ (মঙ্গলবার) আমরা মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে কর্মসূচি পালন করেছি। আমি আশা করছি, ক্রীড়াঙ্গনের সকল সংগঠক, খেলোয়াড় শুভাকাঙ্খীবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেবেন।’

কি দাবি নিয়ে আপানারা এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন? জবাবে দেশের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক বলেন, ‘আমাদের দাবি পরিষ্কার। আমরা চাই ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতি থাকবে না। এখানে জায়গা হবে প্রকৃত ক্রীড়া সংগঠকদের। তারা যোগ্য ও ত্যাগী, তাদের নিয়েই গঠন করতে হবে ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। এখানে আমরা কোনো রাজনীতি দেখতে চাই না। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে।’

শেখ হাসিনার সরকারের পতনের পর অনেকেই ক্রীড়াঙ্গন দখলের হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে আপনার অবস্থান কী? আমিনুল হক বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, এসব বরদাস্ত করা হবে না। নিয়মান্ত্রিকভাবেই সবকিছু হবে। দীর্ঘদিনের রাজনৈতিক যাঁতাকলে পিষ্ট হয়ে ক্রীড়াঙ্গন ধ্বংস হয়ে গেছে। আমরা এখান থেকে ক্রীড়াঙ্গনকে বের করে আনতে চাই। রাজনীতিমুক্ত করতে চাই। আমি নিশ্চয়তা দিতে চাই, এখন বা আগামীতে রাজনীতির পরিচয়ে কেউ ক্রীড়াঙ্গনে জায়গা পাবেন না। প্রকৃত সংগঠকদেরই জায়গা হবে ক্রীড়াঙ্গনে। যাতে সঠিকভাবে ক্রীড়াঙ্গন এগিয়ে যায়।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরআই/আইএইচএস/