ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্যারিস অলিম্পিকে চূড়ান্ত পদক তালিকা: শীর্ষে কারা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১২ আগস্ট ২০২৪

শেষ মুহূর্তে ফ্রান্স হেরে গেলো যুক্তরাষ্ট্রের কাছে। নারীদের বাস্কেটবলে ফ্রান্সকে হারিয়েই প্যারিস অলিম্পিকে শ্রেষ্ঠত্বের মুকুট পরে নিলো যুক্তরাষ্ট্র। কারণ ফরাসীদের হারিয়ে জেতা ওই একটি সোনাই যুক্তরাষ্ট্রকে পদক তালিকায় তুলে দিলো চীনের ওপরে।

দু’দলই সমান ৪০টি করে সোনার পদক জয় করেছে। তবে রৌপ্য এবং তাম্র মিলিয়ে সবচেয়ে বেশি পদক উঠেছে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের গলায়। মোট ১২৬টি। এর মধ্যে ৪৪টি রৌপ্য এবং ৪২টি তাম্র।

চীনের ৪০টি সোনার পদকের সঙ্গে রয়েছে ২৭টি রৌপ্য এবং ২৪টি তাম্র (ব্রোঞ্জ) পদক। সব মিলিয়ে ৯১টি।

রোববার ছিল প্যারিস অলিম্পিকের সমাপনি দিন। শেষ দিন ছিল ১৩টি স্বর্ণের লড়াই। এর মধ্যে চীন শেষ দিনে ১টি সোনা জয় করেছে। যুক্তরাষ্ট্র এবং জাপান জয় করেছে ২টি করে সোনা। নেদারল্যান্ডস জয় করেছে ১টি সোনা।

শেষ দিনে সোনার পদকজয়ী তালিকায় নতুন কোনো দেশ যুক্ত হয়নি। ৬২টিতেই সীমাবদ্ধ থাকলো। এমনকি যে কোনো পদক জয়েও নতুন কোনো দেশ যুক্ত হয়নি। মোট ৯১টি দেশ পদক তালিকায় নাম তুলতে সক্ষম হয়েছে।

২০টি সোনা জিতে চূড়ান্ত পদক তালিকায় তিনে উঠে গেলো জাপান। চারে ঠেলে দিলো অস্ট্রেলিয়াকে। জাপান ২০ সোনার সঙ্গে ১২টি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জ পদক জয় করে। ১৮ সোনাসহ মোট ৫৩টি পদক জিতে চতুর্থ স্থানে থেকে গেমস শেষ করে অস্ট্রেলিয়া। স্বাগতিক ফ্রান্স জয় করেছে মোট ১৬টি সোনা।

পদক তালিকায় সেরা ২০

্যাঙ্ক

দেশ

সোনা

রুপা

তাম্র

মোট

যুক্তরাষ্ট্র

৪০

৪৪

৪২

১২৬

 চীন

৪০

২৭

২৪

৯১

জাপান

২০

১২

১৩

৪৫

অস্ট্রেলিয়া

১৮

১৯

১৬

৫৩

ফ্রান্স*

১৬

২৬

২২

৬৪

নেদারল্যান্ডস

১৫

১২

৩৪

গ্রেট ব্রিটেন

১৪

২২

২৯

৬৫

দক্ষিণ কোরিয়া

১৩

১০

৩২

ইতালি

১২

১৩

১৫

৪০

১০

জার্মানি

১২

১৩

৩৩

১১

নিউজিল্যান্ড

১০

২০

১২

কানাডা

১১

২৭

১৩

উজবেকিস্তান

১৩

১৪

হাঙ্গেরি

১৯

১৫

স্পেন

১৮

১৬

সুইডেন

১১

১৭

কেনিয়া

১১

১৮

নরওয়ে

১৯

আয়ারল্যান্ড

২০

ব্রাজিল

১০

২০

মোট (৯১টা দেশ)

৩১৭

৩১৮

৩৭২

১০০৭

আইএইচএস/