ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সোনার পদকে তুমুল লড়াই চীন-যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১১ আগস্ট ২০২৪

সোনার লড়াইয়ে এগিয়ে চীন এবং যুক্তরাষ্ট্র। শেষ দিনে নিষ্পত্তি হবে ১৩টি সোনার লড়াই। এই ১৩টিতে চীন এবং যুক্তরাষ্ট্র কয়টি পায়, শেষ পর্যন্ত কে কতটি সোনা নিয়ে গেমস শেষ করতে পারে, সেটাই দেখার বিষয়।

মোট ৩১৭টি স্বর্ণের লড়াই সম্পন্ন হয়েছে এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত। এর মধ্যে সর্বোচ্চ ৩৯টি সোনা জয় করে সবার ওপরে চীনের অ্যাথলেটরা। ৩৯টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় স্থানে যারা রয়েছে, তাদের আর দ্বিতীয়-তৃতীয় হওয়ার সুযোগ নেই।

১৮ সোনা নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। সমানসংখ্যক সোনা নিয়ে অন্য পদকে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে রয়েছে জাপান।

Olympic Medal

চীন ৩৯ সোনা নিয়ে শীর্ষে থাকলেও মোট পদকে কিন্তু পিছিয়ে তারা। ২৭ রৌপ্য এবং ২৪ ব্রোঞ্জ নিয়ে চীনের মোট পদক ৯০টি। ৩৮ সোনার সঙ্গে ৪২টি সোনা এবং ৪২টি রৌপ্য নিয়ে মোট ১২২টি পদক যুক্তরাষ্ট্রের।

পদক তালিকায় নাম তুলতে পেরেছে মোট ৯১টি দেশ। এর মধ্যে সোনার পদক জয় করেছে ৬২টি দেশের অ্যাথলেটরা। গতবার (টোকিওয়) সোনা জিতলেও এবার কোনো সোনা জয় করেনি ভারতের অ্যাথলেটরা। ১টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ জিতেছে তারা।

পদক তালিকায় সেরা ২০

র‌্যাঙ্ক

দেশ

সোনা

রুপা

তাম্র

মোট

 চীন

৩৯

২৭

২৪

৯০

যুক্তরাষ্ট্র

৩৮

৪২

৪২

১২২

অস্ট্রেলিয়া

১৮

১৮

১৪

৫০

জাপান

১৮

১২

১৩

৪৩

ফ্রান্স*

১৬

২৪

২২

৬২

গ্রেট ব্রিটেন

১৪

২২

২৭

৬৩

নেদারল্যান্ডস

১৪

১২

৩৩

দক্ষিণ কোরিয়া

১৩

৩০

জার্মানি

১২

১১

৩১

১০

ইতালি

১১

১৩

১৫

৩৯

১১

কানাডা

১১

২৭

১২

নিউজিল্যান্ড

১৮

১৩

উজবেকিস্তান

১৩

১৪

হাঙ্গেরি

১৮

১৫

স্পেন

১৮

১৬

সুইডেন

১১

১৭

কেনিয়া

১১

১৮

নরওয়ে

১৯

আয়ারল্যান্ড

২০

ব্রাজিল

১০

২০

মোট (৯১টা দেশ)

৩১৭

৩১৮

৩৭২

১০০৭

আইএইচএস/