মুম্বাইকে ১৭৫ রানের লক্ষ্য দিলো কলকাতা
মুম্বাইয়ের শেষ ম্যাচ। এই ম্যাচের পরই সুপ্রিম কোর্টের নির্দেশে মুম্বাইতে আর কোনো ম্যাচ আয়োজন করতে পারবে না মুম্বাই এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই ম্যাচটিতে টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীরের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ১৭৪ রানের চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার দারুণ সূচনা এনে দেন কেকেআরকে। ৭.৪ ওভারে তারা দু’জন ৬৯ রানের জুটি গড়েন। এ সময় ২০ বলে ৩৬ রান করে আউট হয়ে যান রবিন উথাপ্পা। তার আউটের পরই মাঠে নামেন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বসেরা এই অলরাউন্ডার মাত্র ৪ বল খেলে ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান।
তবে পরের ব্যাটসম্যানগুলো যেমন, সূর্যকুমার যাদব (২১), আন্দ্রে রাসেল (২২), ক্রিস লিনের অপরাজিত ১০ এবং ইউসুফ পাঠানের ৮ বলে ১৯ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিযে ১৭৪ রান সংগ্রহ করে কেকেআর। ৪৫ বলে ৫৯ রান করেন গৌতম গম্ভীর। ৬টি বাউন্ডারির সঙ্গে ছিল মাত্র ১টি ছক্কার মার।
মুম্বাই ইন্ডিয়ান্সের টিম সাউদি ২টি, ম্যানক্লেনঘান, হরভজন সিং এবং হার্দিক পান্ডিয়া নেন ১টি করে উইকেট।
আইএইচএস/বিএ