ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অলিম্পিকে আজ ১৮টি সোনার লড়াই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০১ এএম, ০১ আগস্ট ২০২৪

সাঁতার ও রোইংয়ে ৪টি করে প্যারিস অলিম্পিকের অষ্টম দিনে আজ ১৮টি সোনার নিষ্পত্তি হবে। আজকের খেলা শুরু হবে অ্যাথলেটিকস দিয়ে। সকাল সাড়ে ১১টা পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াক দিয়ে শুরু হবে দিনের প্রতিযোগিতা। এরপর দুপুর দেড়টায় সমান প্রতিযোগিতায় মাঠে নামবে মেয়েরা।

অ্যাথলেটিকসের পর খেলা হবে শুটিংয়ের। পুরুষ ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস প্রতিযোগিতা দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।

রোইংয়ের ৪টি সোনার লড়াই শুরু হবে মেয়েদের ডাবলস স্কালস। খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৪০ মিনিটে। এরপর পুরুষ ডাবল স্কালস বেলা ২টায়, মেয়েদের ফোর ফাইনালস ২টা ৫৪ মিনিটে ও পুরুষ ফোর ফাইনালস হবে ৩টা ৬ মিনিটে।

সেইলিংয়ে হবে দুটি সোনার লড়াই। পুরুষ স্কিফ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ও মেয়েদের স্কিফ ৭টা ৪৩ মিনিটে।

জুডোতেও সেইলিংয়ের সমান দুটি সোনার নিষ্পত্তি হবে। প্রথমে পুরুষ ১০০ কেজি ফাইনাল হবে রাত ৯টায় ও মেয়েদের ৭৮ কেজি ফাইনাল রাত সাড়ে ৯টায়।

ক্যানো স্লালম, জিমন্যাস্টিকস ও ফেন্সিংয়ে হবে একটি করে সোনার লড়াই। ক্যানো স্লালমে পুরুষ কায়াক ব্যক্তিগত ফাইনাল রাত সড়ে ৯টায়, জিমন্যাস্টিকসে মেয়েদের অল-অ্যারাউন্ড রাত ১০টা ১৫ মিনিট ও ফেন্সিংয়ে মেয়েদের ফয়েল দলীয় ফাইনালস রাত ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সব শেষে সাঁতার। এতে হবে ৪টি সোনার নিষ্পত্তি। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাই দিয়ে শুরু হবে সাঁতারের পর্ব। রাত সাড়ে ১২টায় হবে খেলা। এরপর পুরুষ ২০০ মিটার ব্যাকস্ট্রোক রাত ১২টা ৩৮ মিনিটে, মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক রাত ১টা ১১ মিনিটে ও মেয়েদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলে রাত ২টা ৩ মিনিটে অনুষ্ঠিত হবে।

এমএইচ/জেআইএম