ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফ্রিদিকে ধুয়ে দিলেন ওয়াকার

প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৮ এপ্রিল ২০১৬

পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকদিন হল। আইপিএলে ধারাভাষ্য দেয়ার পাশাপাশি গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু এখনো যেন আফ্রিদির সাথে ওয়াকার ইউনুসদের দ্বন্দ্বটা কোনকিছুতেই মিটছেনা। পাকিস্তানের কোচের পদ থেকে পদত্যাগ করার পরেই আফ্রিদির সমালোচনা করেছিলেন ওয়াকার। আবারো আফ্রিদিকে ধুয়ে দিলেন সাবেক এই কিংবদন্তি পেস বোলার।

আফ্রিদির বাজে অধিনায়কত্বের জন্যে পাকিস্তান খারাপ খেলেছে বলে মন্তব্য করেন তিনি। ‘আমরা নিউজিল্যান্ড, এশিয়া কাপ এবং টি-টোয়েন্ট ওয়ার্ল্ড কাপে হেরে যাই তার বাজে অধিনায়কত্বের জন্য। কয়েকবার আমি তাকে সাবধান করে দিয়েছিলাম।  সে ভালো ব্যাটিং করছে না, বোলিং এবং অধিনায়কত্বও খারাপের দিকে যাচ্ছিল। কিন্তু সে আমার কোন কথাই শুনতো না। তার খারাপ পরিকল্পনা আমাদের ম্যাচ হারাতো।’

খেলার পরে টিম মিটিংয়েও আসতেন না আফ্রিদি। ওয়াকার বলেন, ‘আফ্রিদি অনেকগুলো মিটিং এবং অনুশীলনে আসেনি। একজন অধিনায়ক যে সামনে থেকে নেতৃত্ব দিবে তার এমন আচরণ একদমই কাম্য না। সে মোহাম্মদ নাওয়াজের সাথে যা করেছে এটা একদমই অখেলোয়াড়সুলভ আচরণ। এতে করে তরুণ ঐ ক্রিকেটারের আত্মবিশ্বাসটাই ভেঙে গেছে।’

আরআর/পিআর

আরও পড়ুন