দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অনুতপ্ত শাহাদাত
বর্তমানে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ পেসার শাহাদাত হোসেন। গৃহকর্মী নির্যাতনের দায়ে নারী ও শিশু নির্যাতন মামলায় জেল খেটেছেন এ পেসার। তাই নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত শাহাদাত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শাহাদাত। এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শাহাদাত বলেন, ‘আমি আমার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত এবং আমি পুরো দেশ এবং জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টসহ সকল কর্মকর্তা এবং সকল খেলোয়াড়দের নিকট ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে, আমিও একটা ভুল করেছি।’
নিজের জীবিকার জন্য একমাত্র ক্রিকেটই জানেন শাহাদাত। অন্য কিছু জানা না থাকাই জীবিকা নির্বাহের জন্য ক্রিকেটে ফিরতে চান তিনি। এ জন্য দেশবাসীর সহয়াতা কামনা করেছেন তিনি। ‘ক্রিকেট আমার ধ্যান, জ্ঞান ও পেশা। আমি বিশ্বাস করি দেশকে, দেশের ক্রিকেটকে আমার এখনও কিছু দেওয়ার বাকি আছে। এর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর সহয়তা চাই। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই আমি ক্রিকেটে ফিরতে চাই। তাই ক্রিকেটের স্বার্থে, জীবিকা নির্বাহের তাগিদে দ্রুতই ক্রিকেটে ফিরতে চাই।’
দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে শাহাদাত আরও বলেন, ‘এ ব্যাপারে দেশবাসী, ক্রিকেটে বোর্ডসহ সকলের কাছে মিনতি করছি, অতীতের ভুল শুধরে আপনাদের আগের শাহদাত হয়ে ফেরার। আমি আমার অতীতের কৃতকর্মের জন্য আবারো অনুতপ্ত।’
আরটি/আরআর/আরআইপি