ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুস্তাফিজের সাতক্ষীরায় বিশ্বকাপের আমেজ

প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

মুস্তাফিজে মেতেছে ক্রিকেটবিশ্ব। এই বিস্ময়-বালক ভাবিয়ে তুলেছেন ক্রিকেট জগতের কিংবদন্তি অনেককেই। খোদ আইসিসিকে ভাবিয়ে তুলেছেন। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মুস্তাফিজকে দেখছেন জাতীয় বীর হিসেবে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ছেলে মুস্তাফিজ আজ ক্রিকেট দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। আর আইপিএলকে ঘিরেই সাতক্ষীরায় বিরাজ করছে বিশ্বকাপের আমেজ। প্রতিটি ঘরে, চায়ের দোকানসহ গ্রামঞ্চলের সবখানেই এখন মুস্তাফিজের খেলা দেখতে ব্যস্ত ভক্তরা।


বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদ দলের হয়ে খেলছেন মুস্তাফিজ। একের পর এক বিস্ময়কর খেলা উপহার দিয়ে দিন দিন রহস্যময় হয়ে উঠছেন তিনি। ব্যাটিং লাইনআপে ধস নামাতেই যেন কাটার মাস্টার মুস্তাফিজকে ব্যবহার। এমনটাই মনে হয় টিভির সামনে থাকা দর্শকদের।


যার হাতে মুস্তাফিজের হাতেখড়ি সেই সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক আলতাফ হোসেন জাগো নিউজকে বলেন, যখন খেলা শুরু হয় তখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে আমরা খেলাটি উপভোগ করি। আমরা অপেক্ষা করি মুস্তাফিজের খেলা কোনদিন হবে। দিন দিন আরো ভালো করছে আমাদের মুস্তাফিজ।


মুস্তাফিজ বোলিংয়ে আসলেই ভক্তরা বলতে থাকেন এই বলে উইকেট পড়বে। নতুন নতুন আরো সব রেকর্ড গড়ে মুস্তাফিজ পৌঁছে যাবে ক্রিকেট জগতের এক অন্যন্য উচ্চতায়। পাটকেলঘাটা এলাকার চায়ের দোকানদার আজিজ বলেন, আইপিএলে মুস্তাফিজের যেদিন খেলা থাকে সেদিন খেলা শুরুর আগে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোকানে ভিড় করতে থাকেন। খেলার শেষ না হওয়া পর্যন্ত কেউ যাননা। সে সুবাদে আমারও বেচাবিক্রিও বেশি হয়।


কোন দলের সাপোর্ট করছেন জাগো নিউজের এমন প্রতি উত্তরে তিনি উত্তর দিয়ে বসলেন, কেন মুস্তাফিজের দল। দলের নামটি ঠিকমতো বলতে না পারলেও বললেন, যে দলে মুস্তাফিজ খেলছে আমরা সেই দলের সাপোর্টার।


মুস্তাফিজের নিকটাত্মীয় মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মুস্তাফিজ খেলছে বলেই আমার এলাকার মানুষ খুব আগ্রহ সহকারে আইপিএল খেলা দেখি। তারালি কেন্দ্রীয় যুবসংঘ ক্লাবের আয়োজনে মুস্তাফিজের বাড়ির পার্শ্ববর্তী তারালি বাজারে প্রজেক্টরের মাধ্যমে এলাকার শতশত মানুষ একত্রিত হয়ে মুস্তাফিজের খেলা উপভোগ করি। তবে বিদ্যুৎ না থাকায় মাঝে মধ্যে আমরা খেলা দেখতে পারি না।


মুস্তাফিজভক্ত অমিত কুমার বলেন, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় মনটা খারাপ হয়ে গিয়েছিল। খেলা আবার শুরু হওয়ায় আমরা খুব আনন্দিত। দেখা যাক মুস্তাফিজ আজকে কী চমক দেখায়।

আকরামুল ইসলাম/বিএ

আরও পড়ুন