ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াকে শিরোপা উৎসর্গ করলেন রেজা নীড়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:১১ এএম, ০৭ জুলাই ২০২৪

একদিন আগে প্রয়াত হওয়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ছিলেন ফিদেমাস্টার মনন রেজা নীড়ের আইডল। জিয়ার কাছে দাবার অনেক কিছুই শিখেছেন নারায়নগঞ্জের এই প্রতিভাবান দাবাড়ু।

গতকাল শনিবার প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে যেখানে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা নীড়ের, সেখানে প্রিয় শিক্ষককে হারানোর শোকের ছাপ ছিল তার মুখবয়ে। ঘরোয়া দাবার সবচেয়ে বড় আসরে প্রথম চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জিয়াউর রহমানকে উৎসর্গ করেছেন নীড়।

জিয়ার আকস্মিক মৃত্যুতে চলমান জাতীয় দাবা আগামীকাল সোমবার পর্যন্ত স্থগিত রেখেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। তবে নীড় আজ রোববার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কা যাবেন বলে অমিত বিক্রম রায়ের সঙ্গে তার খেলাটি আয়োজন করেছিল ফেডারেশন।

বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় শেষ রাউন্ড ড্র করে ১৩ খেলায় ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

মনন রেজা নীড় জাতীয় চ্যাম্পিয়ন হলেন ১৫ বছর বয়সে। ১৯৭৯ সালে নিয়াজ মোর্শেদ ১৩ বছর বয়সে প্রথম জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৮৮ সালে জিয়াউর রহমান প্রথম চ্যাম্পিয়ন হন ১৪ বছর বয়সে।

এই জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে নীড় আন্তর্জাতিকমাস্টারের নর্ম অর্জন করেছেন।

আরআই/এমএইচ/