ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি ম্যানসিটির

প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৬ এপ্রিল ২০১৬

দুর্দান্ত রিয়াল মাদ্রিদের সামনে নবাগত ম্যানচেস্টার সিটি। নাম, খ্যাতি কিংবা যশ সবকিছুতেই ম্যানচেস্টার সিটির থেকে যোজন যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বাধিক ট্রফি জেতা দলটির সামনে প্রথমবারের মত সেমিফাইনালে ওঠা ম্যানচেস্টার সিটি। অনেকটা হাতির সাথে পিঁপড়ের লড়াইয়ের মত। ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। মাঠে নামার আগে দু দলেই রয়েছে ইনজুরি সমস্যা।

Sgna-ronaldo

ইনজুরির কারণে রিয়ালের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না সিটির মিডফিল্ডার ইয়া ইয়া তোরে। এছাড়া কিছুটা সুস্থ থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের খেলোয়াড় তালিকায় নাম না থাকার কারণে দলে দেখা যাবেনা সামির নাসরিকে। এছাড়া সিটির অধিনায়ক ভিনসেন্ট কম্পানি পুরোপুরি সুস্থ হয়ে রিয়ালের বিপক্ষেই মাঠে ফেরার ব্যপারে আশাবাদী। সিটির থেকে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে রিয়াল মাদ্রিদ। মাসল ইনজুরির কারণে রায়ো ভায়োকানোর বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এই ম্যাচে তিনি শতভাগ ফিট হয়েই মাঠে নামবেন বলে আশা ব্যক্ত করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। অন্যদিকে রায়োর বিপক্ষে ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বেনজামা মাঠ ছাড়লেও শতভাগ সুস্থ হয়েই সিটির বিপক্ষে খেলবেন তিনি।

manchester

ইনজুরি থাকলেও দু দলই জয়ের ব্যপারে আশাবাদী। সিটিকে আশা যোগাচ্ছে তাদের কোচ ম্যানুয়েল পেলেগ্রেনির অভিজ্ঞতা। একসময় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন পেলেগ্রেনি। কিন্তু রিয়ালের সাথে চ্যাম্পিয়ন্স লিগে জিততে না পারাটা ভাবাচ্ছে সিটি সমর্থকদের। ২০১২-১৩ মৌসুমে গ্রুপ পর্বের ম্যাচে রিয়ালের মাঠে দুবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত তাদের কাছে ৩-২ গোলে হারতে হয়েছিল সিটিকে। ঘরের মাঠে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে হার এরিয়েছিল সিটি। ইংলিশ দলগুলোর বিপক্ষে ১১টি নকআউট ম্যাচের ৭টিতেই জিতেছে রিয়াল। এটি ছাড়াও ইংলিশ দলগুলোর বিপক্ষে শেষ আট ম্যাচে হারেনি রিয়াল মাদ্রিদ। শেষবার ২০০৮-০৯ মৌসুমে লিভারপুলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা।

Real-madrid

অন্যদিকে ফাইনালে যেতে হলে রিয়ালকে দুবার হারাতে হবে পেলেগ্রিনির দলকে। প্রায় ৫০ বছর আগে কেবল এথলেটিকো বিলবাও রিয়ালকে দুবার হারিয়ে ফাইনালে উঠতে পেরেছিল। তাছাড়া নিজেদের ডিফেন্স নিয়েও বেশ ভাবতে হচ্ছে সিটিকে। ওটামেন্ডি-মাঙ্গালাকে নিয়ে গড়া ডিফেন্স লাইনআপ বিবিসিদের কতটা আটকাতে পারবে সেটাই দেখার বিষয়। স্প্যানিশ দলগুলোর বিপক্ষে শেষ দশ ম্যাচের একটিতেও ক্লিন শিট রাখতে পারেনি সিটি। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে সার্জিও এগুয়েরোর গোলখড়া বেশ ভাবাচ্ছে। শেষ তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করতে পারেননি সিটির গোলমেশিন। প্রধান খেলোয়াড়ের গোল করার দিক দিয়ে চালকের আসনে রয়েছে রিয়াল মাদ্রিদ। এবারের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোও রয়েছে দুর্দান্ত ফর্মে। রিয়ালের মোট গোলের ৭৭ শতাংশ গোলই এসেছে তার পা থেকে। লিগের শেষ ম্যাচে গ্যারাথ বেলের অসাধারণ নৈপুণ্যে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে নক আউট পর্বের শেষ চারটি অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে ম্যানুয়েল পেলেগ্রেনির দল।

ম্যানচেস্টার সিটি সম্ভাব্য একাদশঃ
জো হার্ট, সানিয়া, কম্পানি, মাঙ্গালা, ক্লিশি, ফার্নান্দো, ফার্নান্দিনহো, নাভাস, ডি ব্রুয়েন, সিলভা এবং এগুয়েরো।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশঃ
কেইলর নাভাস, কার্ভাহাল, পেপে, রামোস, মার্সেলো, কাসেমিরো, মদ্রিচ, ক্রুস, বেল, রোনালদো এবং বেনজেমা।

আরআর/এবিএস

আরও পড়ুন