ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সংবর্ধনা পাচ্ছেন প্যারিস অলিম্পিকের টিকিট পাওয়া আরচার সাগর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:১০ পিএম, ২৪ জুন ২০২৪

বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আরচার মো. সাগর ইসলাম দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেবে আরচারি ফেডারেশন।

মঙ্গলবার সাগর ইসলামসহ ৭ আরচার তুরস্ক থেকে দেশে ফিরবেন। বৃহস্পতিবার বিকেলে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে কৃতী এই আরচারকে সংবর্ধনা দেওয়া হবে বলে সোমবার জানিয়েছে বাংলাদেশ আরচারি ফেডারেশন।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে কতজন খেলোয়াড় সুযোগ পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিভিন্ন খেলার ৬ জন খেলোয়াড়ের জন্য ওয়াইল্ড কার্ড চেয়ে আবেদন করে রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’র কাছে।

এরই মধ্যে নিজ যোগ্যতায় সবার আগে অলিম্পিকে কোয়ালিফাই করেছেন রাজশাহী শহরে চা দোকানী মায়ের সন্তান সাগর।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কোটা প্লেস টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে উঠে অলিম্পিকে খেলা নিশ্চিত করেন সাগর। শেষ পর্যন্ত রৌপ্য জিতেছেন বিকেএসপির এই আরচার।

আরআই/আইএইচএস