ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্বীন ইসলামের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৭ জুন ২০২৪

সকালে ক্রিকেট দলের নেপালবধ, বিকেলে যুব হকি দলের শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া। ঈদের দিন দেশের ক্রীড়াঙ্গনে ডাবল সুসংবাদই আসলো। সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে এএইচএফ কাপ হকিতে ছেলেরা শুভ সূচনা করেছিল রোববার। আজ (সোমবার) বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

এই টুর্নামেন্টে এর আগে মেয়েরা টানা দুই ম্যাচ জিতেছে। টানা দুই ম্যাচ জিতলো ছেলেরাও। ফেবারিট বাংলাদেশের যুবাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি এক সময় মনে হয়েছিল কঠিনই হবে। গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২৫ মিনিট। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোলের খাতা খোলার পর আর পেছনে তাকাননি তারা।

১-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ আরো ৪ গোল যোগ করে মাঠ ছাড়ে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে। ৫ গোলে হ্যাটট্রিক করেছেন দ্বীন ইসলাম। শেষ তিনটি গোল করেছেন তিনি। দ্বিতীয় গোলটি করেন মো. আবদুল্লাহ।

বাংলাদেশের তৃতীয় ম্যাচ বুধবার চাইনিজ তাইপে এবং চতুর্থ ম্যাচ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে। দুই গ্রুপে ভাগ হয়ে ১১ দল ছেলেদের বিভাগে খেলছে।

আরআই/এমএমআর