ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগের স্পনসর ওয়ালটন

প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৪ এপ্রিল ২০১৬

টানা চতুর্থবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। আর পাওয়ার স্পনসর ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল। ফলে এবারের প্রিমিয়ার লিগের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৫-১৬ পাওয়ার্ড বাই মার্সেল।’ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে স্পনসর প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিন মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।

এ সময় বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন,‘এক সময় এই লিগ থেকেই সবচেয়ে বেশি জাতীয় দলের খেলোয়াড় বের হয়েছিল। ৭০ এর দশকের শুরু থেকেই এটার গুরুত্ব বাড়তে থাকে। সেখান থেকেই এর ধারাবাহিকতায় চলে আসছে। এবার আরেকটা জিনিশ লক্ষ্য করা গেছে প্রথম রাউন্ডের ম্যাচে আমরা দেখেছি অনেক অ -১৯ ও জুনিয়র ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা আশা করি লিস্ট এ লিগ এখানে থেকে এখান থেকে ভবিষ্যতে আমরা আরও খেলোয়াড় পাব। তাই এ লিগকে আরও বেশি করে গুরুত্ব দেয়া উচিত।’

এছাড়া প্রিমিয়ার লিগকে স্পনসর করায় ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে আরও বলেন, ‘ওয়ালটন আবারো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হল। আমরা ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগ কতটা গুরুত্বপূর্ণ সেটা এরই মধ্যে প্রমাণ পেয়েছে। এটা লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। এই লিগটি এখন ভিন্নমাত্রায় রূপ পেয়েছে।’    

আরটি/এমআর/আরআইপি

আরও পড়ুন