ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাত্র ৬৭ মিনিটের ঝড়, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন শিয়ানটেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৯ জুন ২০২৪

ফ্রেঞ্চ ওপেনে নারী এককের ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না। ফাইনাল পর্যন্ত দাপটের সঙ্গে উঠে এলেও বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়ানটেকের সামনে দাঁড়াতেই পারলেন না ইতালিয়ান তারকা জেসমিনে পাওলিনি। ৬৭ মিনিটের এক ঝড়ে ৬-২, ৬-১ সরাসরি সেটে পাওলিনিকে হারিয়ে টানা তৃতীয়বার ফরাসি ওপেনের শিরোপা জিতে নিয়েছেন ইগা শিয়ানটেক।

টানা তৃতীয়বার হলেও এ নিয়ে মোট চতুর্থবার ফরাসি ওপেনের শিরোপা উঠলো শিয়ানটেকের হাতে। সব মিলিয়ে ক্যারিয়ারে জিতলেন পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম। ওপেন যুগে এত কম ম্যাচে কোনও নারী টেনিস খেলোয়াড় পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।

ফাইনালে নামার আগেই পাওলিনির থেকে অনেক এগিয়ে ছিলেন শিয়ানটেক। এর প্রধান কারণ, লাল সুরকির কোর্টে দাপট। রোলাঁ গাঁরোয় এর আগে ৩৬ ম্যাচের মধ্যে ৩৪টি জিতেছিলেন শিয়ানটেক। এ বারের প্রতিযোগিতায়ও সেটা দেখা গেছে। শেষ তিনটি ম্যাচে মাত্র আটটি গেম খুইয়েছিলেন তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে একমাত্র নাওমি ওসাকার বিরুদ্ধে একটি সেট হেরেছিলেন। সেই কারণেই টেনিস বিশ্লেষকরা এগিয়ে রেখেছিলেন শিয়ানটেককে। অবশেষে সেটাই প্রমাণ হলো।

শিয়ানটেকের প্রতিদ্বন্দ্বী ২৮ বছরের জেসমিনে পাওলিনি ক্যারিয়ারে মাত্র একবারই ডব্লিউটিএ শিরোপা জিতেছেন। এবারই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলছেন তিনি। তবে ফাইনালের শুরুটা কিন্তু খারাপ করেননি তিনি। প্রথম সেটের তৃতীয় গেমেই শিয়ানটেকের সার্ভিস ভেঙে এগিয়ে যান। শিয়ানটেক এরপরই সতর্ক হয়ে যান এবং নিজের সেরা খেলাটা বের করে আনেন। পরের গেমেই বদলা নিলেন পোল্যান্ডের তারকা। সার্ভিস ভাঙলেন পাওলিনির।

সেই শুরু। প্রথম সেটে পরের চারটি গেম জিতলেন শিয়ানটেক। আরও দু’বার পাওলিনির সার্ভিস ভাঙলেন তিনি। ৬-২ প্রথম সেট জিতে নেওয়ার পর দ্বিতীয় সেট জিতলেন আরও দাপটের সঙ্গে। এই সেটে পাওলিনিকে দাঁড়াতেই দিলেন না শিয়ানটেক। টানা পাঁচটি গেম জিতলেন। ষষ্ঠ গেমে পাওলিনি নিজের সার্ভিস ধরে রাখলেও ততক্ষণে খেলার ফল স্পষ্ট হয়ে গেছে। সপ্তম গেমে নিজের সার্ভিস ধরে রেখে তৃতীয় বারের মতো লাল সুরকির রানি হলেন শিয়ানটেক।

আইএইচএস/এমএস