ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আগস্টে মাঠে ফিরতে পারেন ওয়ালকট

প্রকাশিত: ০৯:১৬ এএম, ২০ জুলাই ২০১৪

হাঁটুর অস্ত্রোপচার কারণে রেস্টে থাকা ইংল্যান্ড উইঙ্গার থিও ওয়ালকট আগস্ট মাসে অনুশীলনে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেছেন আর্সেনাল কোচ আর্সেনে ওয়েঙ্গার। এফএ কাপ ফাইনালে টটেনহামের বিপক্ষে জয়ী ম্যাচে লিগামেন্ট ছিড়ে যাওয়ায় গত জানুয়ারি মাস থেকে মাঠের বাইরে রয়েছেন ওয়ালকট।

লিগামেন্টের ছিড়ে যাওয়ায় হাঁটুতে অস্ত্রোপচার করতে হওয়ায় বিশ্বকাপও মিস করতে হয়েছে ওয়ালকটকে। এদিকে আর্সেনালের মৌসুম পুর্ব অনুশীলনে একাকি হাল্কাভাবে কিছুটা কাজ শুরু করেছেন সম্প্রতি প্রথম সন্তানের পিতা হওয়া ২৫ বছর বয়সী এ তারকা খেলোয়াড় এবং আগামী নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হওয়ার পর পরই তিনি খেলায় ফিরতে পারবেন বলে আশা করছেন ওয়েঙ্গার।

আর্সেনালের নিজস্ব ওয়েবসাইটে ওয়েঙ্গার বলেন, বেশ ভালোভাবে তার উন্নতি হচ্ছে। গত পুরো মৌসুমেই সে কঠোর পরিশ্রম করেছে এবং আগস্টের শেষ দিকে তাকে আমরা পুরোপুরি অনুশীলনে পাব বলে আশা করছি।

তিনি আরও বলেন, একবার সে পুরোপুরি অনুশীলনে ফিরতে পারলে এটা খুবই তাড়াতাড়ি হতে পারে। তার ভিত্তিটা খুবই ভালো, যা নিয়ে সে এখন কাজ করছে।