ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভালো খেলে হারলেও স্বস্তি : তামিম

প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২০ এপ্রিল ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার চ্যাম্পিয়ন হওয়ার মতই দল গড়েছে আবাহনী লিমিটেড। জাতীয় দলের বেশ কিছু বড় তারকার পাশাপাশি উদীয়মান কিছু নবীনদের নিয়ে গড়া দলটির নেতৃত্বের দায়িত্বে রয়েছেন তামিম ইকবাল। দায়িত্ব পেয়ে দলের সবার কাছ থেকে শতভাগ আশা করেছেন তিনি। শতভাগ মাঠে দিয়ে হারলেও খুশি থাকবেন বলেও জানালেন এ ড্যাশিং ওপেনার।

বুধবার ধানমন্ডিস্থ ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দলের জার্সি উন্মোচন করা হয়। এ সময় আবাহনীর হয়ে খেলার অনুভূতি জানিয়ে তামিম বলেন, ‘আমাদের কাজ হচ্ছে মাঠে শতভাগ দেওয়া। আমি নিশ্চিত মাঠে যদি আমরা শতভাগ দিতে পারি, তাহলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে। আর শতভাগ উজাড় করে দেয়ার পরও ম্যাচ হেরে যাই, তাতে স্বস্তি এবং আশাকরি ম্যানেজমেন্টও কিছু বলবে না।’

আবাহনীর মত বড় দলে খেলার চাপটা ভালো করেই জানেন তামিম। তবে তাকে অনুপ্রেরণা হিসাবে নিয়েই আগাতে চান তিনি। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা যে লেভেলেই খেলি সেখানেই চাপ থাকবে। আবাহনীর মত বড় দলের চাপতো আরও বেশি। অনেক সমর্থক রয়েছে দলের। তাদের চাওয়াও অনেক।’

বিপিএলে দারুণ দল নিয়ে হারার স্মৃতি এখনও তরতাজা তামিমের। তাই মাঠের পারফরম্যান্সের দিকেই নজর দিচ্ছেন তিনি। দলগতভাবে পারফরম্যান্স করেই দলকে চ্যাম্পিয়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এ দেশ সেরা ওপেনার।

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন