ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাঁচ বছর নিষিদ্ধ ভলিবলের তিন খেলোয়াড়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০১ মে ২০২৪

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তিনজন খেলোয়াড়কে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানিয়েছেন, পারভেজ মোশারফ, তিতাস আহমদে ও নোমান হোসেনের বিরুদ্ধে তারা এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।

তিন খেলোয়াড়ের বিরুদ্ধে ফেডারেশনের অভিযোগ দুই মাস আগে শুরু হওয়া জাতীয় অনূর্ধ্ব-২০ ভলিবল দলের আবাসিক ক্যাম্পে তারা ছিলেন অনিয়মিত। অনুশীলনে অংশ না নিয়ে তারা নাকি খেপ খেলায় ব্যস্ত ছিলেন। যে কারণে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই তিন খেলোয়াড়কে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল ফেডারেশন। তারপরও তারা ক্যাম্পে অনিয়মিত ছিলেন। তাই বাধ্য হয়ে তিনজনকে বড় শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ফেডারেশন। যদিও অনেকের দৃষ্টিতে এই তিন খেলোয়াড়ের ওপর বেশি নির্দয় হয়েছে ফেডারেশন।

নিষেধাজ্ঞার ফলে তিন খেলোয়াড় জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া কোনো প্রতিযোগিতায়ও খেলতে পারবেন না। এমনকি আন্তঃবাহিনীর প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন না। তবে খেলোয়াড়দের আপিল করার সুযোগ রয়েছে বলে জানান আশিকুর রহমান মিকু।

আরআই/আইএইচএস/