ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ার লিগে রিজার্ভ ডের নতুন নিয়ম

প্রকাশিত: ১১:৩০ এএম, ১৯ এপ্রিল ২০১৬

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রিজার্ভ ডে নিয়ে নতুন নিয়ম তৈরী করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ম অনুযায়ী যদি কোন ম্যাচে বৃষ্টি বাধা হযে দাঁড়ায়, সেক্ষেত্রে ওই ম্যাচটি শেষ হবে পরের দিন। আগেরদিন যেখানে শেষ হয়েছিল, পরেরদিন সেখান থেকেই শুরু হবে ওই ম্যাচটি।

যদিও আইসিসির নিয়মে রয়েছে, যদি কোন ম্যাচে রিজার্ভ ডে থাকে তাহলে আগের দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করে নতুন করে খেলা শুরু করতে হবে।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভা শেষে নতুন বাইলজ নিয়ে লিজেন্ড অব রূপগঞ্জ ক্রিকেট ক্লাবের অধিনায়ক জহুরুল ইসলাম অমি বলেন, ‘রিজার্ভ ডে তে ফ্রেশ ম্যাচ হবে না। যেখান থেকে শেষ হবে সেখান থেকেই শুরু হবে। এপ্রিল মাসের শেষে খেলা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রিজার্ভ ডেতে যাওয়ার সম্ভবনা আছে।’

এবারের প্রিমিয়ার লিগের বাইলজ নিয়ে এদিন বিসিবি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেই আইসিসির নতুন নিয়মের পাশাপাশি বিসিবির বেশকিছু নিয়ম ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয়। কি ধরণের আলোচনা হয় জানতে চাইলে জহুরুল ইসলাম আরও বলেন, ‘আসলে এটা একটা রিভাইজ মিটিং, সে সকল নিয়মগুলো আইসিসিতে নতুন হয়েছে তা জানিয়ে দেওয়া। এছাড়াও বিসিবির কিছু নিয়ম আছে তাও জানিয়ে দেওয়া হলো।’

এখনো সিসিডিএম থেকে ফিকশ্চার পাননি বলে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন জহুরুল। ২২ তারিখে লিগটা শুরু হলে তাড়াতাড়ি লিগ শেষ হবে। সেক্ষেত্রে বৃষ্টির মৌসুম কিছুটা এড়িয়ে যাওয়া যাবে বলে মনে করেন তিনি। তাই তার আশা নির্দিষ্ট সময়েই শুরু হবে এ লিগ

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন