ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাগো নিউজ-এয়ার এস্ট্রা বিপিএল কুইজে বিজয়ী হলেন যারা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশের জমজমাট ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএলে চলতি বছর অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। দুর্দান্ত এই টুর্নামেন্টটি সামনে রেখে পাঠকদের জন্য জাগো নিউজও আয়োজন করেছিল বিশেষ কুইজ প্রতিযোগিতা।

বাংলাদেশের অন্যতম বিমান পরিসেবা প্রতিষ্ঠান এয়ার এস্ট্রার পৃষ্ঠপোষকতায় এই কুইজ প্রতিযোগিতা চলে টুর্নামেন্টব্যাপী।

পাঠকদের আগ্রহ এবং জাগো নিউজ-এয়ার এস্ট্রা বিপিএল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল অভাবনীয়। অংশগ্রহণকারীদের জন্য ছিল মোট চারটি পুরস্কার। ঢাকা-কক্সবাজার-ঢাকা দুটি বিমান টিকিট এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা দুটি বিমান টিকিট। অর্থাৎ মোট চারটি পুরস্কার। 

টুর্নামেন্টব্যাপী চলা এই কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে চারজন বিজয়ী। ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট বিজয়ী দুজন হলেন রাজশাহীর ফজলে রাব্বি শাবিব আহমেদ ও নড়াইলের সিনথিয়া ইয়াসমিন।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম-ঢাকা দুটি বিমান টিকিট জিতেছেন ঢাকার নাসরিন সুলতানা এবং গাজীপুরের শামসুদ্দিন। 

জাগোনিউজ২৪.কম এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের বিমান টিকিট তুলে দেওয়া হবে।

আইএইচএস/