ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবাহনীতে খেলার স্বপ্ন পূরণ তাসকিনের

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশন শুধরে আবারো জাতীয় দলে ফেরার ব্যপারে আশাবাদী তিনি। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। অ্যাকশনে সমস্যা থাকা সত্ত্বেও তাসকিনকে লিগে খেলার সুযোগ দিয়েছে বিসিবি। শুধু তাসকিনই নন, সুযোগ পেয়েছেন সঞ্জিত সাহা এবং আরাফাত সানিও।

তামিম-সাকিবদের সাথে আবাহনীতে খেলতে পেরে নিজের স্বপ্ন পূরণের কথা জানালেন তাসকিন। দেশের শীর্ষস্থানীয় এক দৈনিক পত্রিকাকে একান্তে দেয়া সাক্ষাৎকারে তাসকিন ছোটকাল থেকেই তার আবাহনী-মোহামেডানের প্রতি দুর্বলতার কথা জানান।

তাসকিন বলেন, ‘একেবারে ছোট থেকে শুনে আসছি আবাহনী-মোহামেডানের কথা। এখন পর্যন্ত আবাহনীতে খেলা হয়নি। এবার আবাহনীতে খেলার সুযোগ হয়েছে- এটাকে স্বপ্ন পূরণও বলতে পারেন। এবার বাবারই ইচ্ছে ছিল আমি আবাহনীতে খেলি।’

খালেদ মাহমুদ সুজন আবাহনীর কোচ হিসেবে রয়েছেন এবারের আসরে। তাকে কোচ হিসেবে পেয়ে খুশি তাসকিন। অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে তাসকিনকে পরামর্শ দিয়েছেন সুজন, ‘তিনি জানেন আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করলে ভালো ফল এনে দিতে পারি। আমি সব সময় উনার দলে খেলতে চাই।’
 
আরআর/আইএইচএস/পিআর

আরও পড়ুন