ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এ কি ক্যাচ ধরলেন রাসেল-চাওলা!

প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৬

টি-টোয়েন্টি ক্রিকেট কী শুধু ধুম-ধাড়াক্কা চার-ছক্কারই লড়াই! নাকি এর মাঝেও কিছু ভিন্ন ভিন্ন পারফরম্যান্সও থাকে। কখনও কখনও বোলারদের দুর্দান্ত ডেলিভারি, কখনও কখনও দুরন্ত ফিল্ডিং, আবার কখনও শূন্যে ঝাঁপিয়ে পড়ে কোন ফিল্ডারের ক্যাচ লুফে নেয়ার দৃশ্যগুলোই টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও মহিমান্বিত করে তোলে। মাল্টি বিলিয়ন ডলারের গ্ল্যামারাস টুর্নামেন্ট আইপিএলে তো এর আবেদন আরও বেশি।

হায়দারাবাদের রাজীবগান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দারাবাদ। টস জিতে ব্যাট করছিলো সানরাইজার্স। খেলা চলছিল ১৮তম ওভারের। বোলার মরনে মর্কেল। হায়দারাবাদের রান ৪ উইকেটে ১১৭। ২৮ বলে ৩৭ রান নিয়ে খেলছিলেন বিপজ্জনক হয়ে ওঠা নোমান ওঝা। ওভারের তৃতীয় বলটি করলেন মর্কেল।

লং অনে ক্যাচ উঠে গেলো। অনেক দুর দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বাম হাতে ক্যাচটা হাতের তালুতে বন্দী করলেন রাসেল; কিন্তু দৌড়ের গতি ধরে রাখতে পারছিলেন না। চলে যাচ্ছেন বাউন্ডারির বাইরে। বাউন্ডারির বাইরে পা রাখার আগেই বলটা ছুড়ে দিলেন মাঠের ভেতর। তার পেছন পেছন দৌড়ে আসেন পিযুস চাওলা। তার পক্ষেও ক্যাচটা ধরা কঠিন হয়ে যায়। তবও সাইডে বেঁকে গিয়ে দু’তিনবারের চেষ্টায় অবশেষে ক্যাচটা লুফে নিলেন তিনি।

এমন এক ক্যাচ- আসলে লিখে যেটার বর্ণনা দেয়া কঠিন। যারা না দেখেছে তাদের কাছে এমন অবিশ্বাস্য ক্যাচ না দেখাটা আফসোসই হয়ে থাকবে।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন