ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুস্তাফিজকে কিপটে বললেন সৌম্য

প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৫ এপ্রিল ২০১৬

বিশ্বকাপের সময় ইনজুরিতে থাকায় মাঠের বাইরে বসেই অনেকটা সময় বিশ্বকাপ উপভোগ করেছেন মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপ শেষে আইপিএলে খেলতে গিয়ে নিজেকে মেলে ধরেছেন তিনি। আইপিএলের অভিষেক ম্যাচে চার ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যেখানে তার দল সানরাইজার্সের দুইজন বোলার রান দেয়ার ক্ষেত্রে হাফসেঞ্চুরি করেছেন। মুস্তাফিজের এই রান দেয়ার কিপটেমিটা বেশ উপভোগ করছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার।

১৩ এপ্রিল দুপুরে মিরপুরে ইনডোরে ব্যাটিং অনুশীলনে নামার আগে দেশের শীর্ষস্থানীয় এক দৈনিক পত্রিকার সেঙ্গ কথা বলার সময় মুস্তাফিজকে সরাসরি কিপটেই বলে ফেললেন সৌম্য সরকার। ‘মুস্তাফিজ রান দেয়ায় খুব কিপটেমি করেছে। ওর দলের অন্য বোলাররা যেখানে মার খেয়ে ভূত হয়ে গেল, সেখানে ওকে বুঝেশুনেই খেলতে হলো বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের।’

শুধু সৌম্যই প্রশংসায় ভাসাননি মুস্তাফিজকে, জাতীয় দলের আরেক সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস তো বর্তমান সময়ের সেরা টি-টোয়েন্টি বোলার বলে ফেললেন মুস্তাফিজকে। নাফিস বললেন, ‘অল্প ম্যাচ খেললেও আমি বলবো, এই মুহূর্তে মুস্তাফিজই বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। একটুও বাড়িয়ে বলছি না, বোলিং চাতুরিতে আমি ওর ধারেকাছে কাউকে আপাতত দেখছি না।’

আইপিএলের পরবর্তী ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামবেন মুস্তাফিজ। আগের ম্যাচের দুর্দান্ত পারফরমেন্সে এই ম্যাচেও দলে থাকা নিশ্চিৎ মুস্তাফিজের। অন্যদিকে এখনো পর্যন্ত এবারের আইপিএলে কলকাতার জার্সি গায়ে খেলা হয়নি সাকিবের।

আরআর/এনএফ/এমএস

আরও পড়ুন