অলিম্পিকে আলাদা গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা
পাঁচবার বিশ্বকাপ জয়ের স্বাদ নিলেও অলিম্পিকে কখনও সোনার পদক জেতেনি ব্রাজিল। এবার ঘরের মাঠে অলিম্পিক। তাই অধরা সেই স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ নেইমাররা। এর মধ্যে হয়ে গেছে ২০১৬ অলিম্পিক ফুটবলের ড্রও। এ ড্রতে দুই গ্রুপে পড়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
ঘরের মাঠে অনুষ্ঠিত অলিম্পিকে ব্রাজিল পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা ও ইরাক। আর ২০০৪ ও ২০০৮ সালের সোনা জয়ী আর্জেন্টিনার ‘ডি’ গ্রুপে পড়েছে পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া। ‘বি’ গ্রুপে ১৯৯৬ অলিম্পিকের সোনা জয়ী নাইজেরিয়ার সঙ্গী হয়েছে সুইডেন, কলম্বিয়া ও জাপান। বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফিজি।
উল্লেখ্য, আগামী ৪ অগাস্ট ইরাক-ডেনমার্ক ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৬ অলিম্পিক ফুটবল।
এমআর/আরআইপি