আকরামের সেরা একাদশের অধিনায়ক মাশরাফি
আকরাম খান, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্থপতি বলা যায় তাকে। এ দেশের ক্রিকেটে জীবন্ত কিংবদন্তী। শুধুমাত্র বর্তমান ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবেই নয়, ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ে নেতৃত্ব দেয়ার জন্য তিনি এ দেশের ক্রিকেট ইতিহাসে আলাদা একটি স্থান অর্জন করে থাকবেন। চিরকালই এ দেশের ক্রিকেটে শ্রদ্ধার পাত্র আকরাম খান।
সম্প্রতি ডয়েসে বেলেকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আকরাম খান নিহের চোখে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছেন। তার চোখে সর্বকালের সেরা একাদশে বর্তমান সময়ের ৬জন ক্রিকেটার ঠাঁই পেয়েছে। আকরাম খানের সেরা একাদশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশকে সোনালি দিন উপহার দেয়া মাশরাফিকে আকরাম খান রেখেছেন নিজেরও ওপরে।
তবে অবাক করার বিষয় হলো, তিনি নিজের নাম রাখেননি এই তালিকায়। কেন নিজের নাম রাখলেন না আকরাম খান? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, `একাদশ তো তৈরী করছি আমি নিজে। সুতরাং, কিভাবে আমার নাম এ তালিকায় সংযুক্ত করবো?`
তবে আকরাম খানের এই তালিকায় মূল একাদশে ঠাঁই মেলেনি মাহমুদুল্লাহ রিয়াদের। যিনি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিই নয় শুধু, টানা দুটি সেঞ্চুরি করেছেন। তাকে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসেবে।
বাংলাদেশ ক্রিকেটের `প্রথম রিয়াল হিরো` আকরাম খান একই সঙ্গে আশা প্রকাশ করেন, একদিন বাংলাদেশ বিশ্বকাপও জিতবে। তিনি বলেন, `প্রথমে আমাদের প্রয়োজন র্যাংকিংয়ে উন্নতি। নিজেদেরকে সেরা চার কিংবা পাঁচ নম্বরে নিয়ে আসতে হবে। তখন অবশ্যই আমরা বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে যাবো।`
বাংলাদেশের ক্রিকেটে সমর্থকদের প্রশংসা করেন আকরাম খান তিনি বলেন, `অবশ্যই বাংলাদেশের ক্রিকেটে এগিয়ে যাওয়ার পেছনে অন্যতম বড় অনুপ্রেরণা হচ্ছে আমাদের দর্শকরা। বাংলাদেশে মানুষদের জন্য বিনোদনের অন্য কোন ভালো উপাদান নেই। ক্রিকেটই এ দেশের ,মানুষের কাছে অন্যতম আকর্ষণ, কারণ সবাই দলমত নির্বিশেষে এই ক্রিকেটের সঙ্গে এক হয়ে যেতে পারে। এ কারণে স্বাভাবিকভাবেই আমরা প্রচুর সমর্থণ পেয়ে থাকি। এখন ক্রিকেটারদের ওপরই নির্ভর করে তারা কিভাবে চাপ সামলাবে।`
আকরাম খানের দৃষ্টিতে বাংলাদেশে সর্বকালের সেরা একাদশ
১. তামিম ইকবাল
২. শাহরিয়ার হোসেন
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম
৫. মিনহাজুল আবেদিন নান্নু
৬. খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক)
৭. রফিকুল আলম
৮. মোহাম্মদ রফিক
৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান
১২. মাহমুদুল্লাহ রিয়াদ (দ্বাদশ ব্যাক্তি)
আইএইচএস/এবিএস