রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন মাবিয়া
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ১৭তম জাতীয় নারী ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। ৭১ কেজি ওজন শ্রেণিতে তিনি স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন।
আগে ৬৩ কেজি ওজন শ্রেণিতে খেলতেন মাবিয়া। এবার জাতীয় ভারোত্তোলনে খেললেন ৭১ কেজিতে। নতুন ইভেন্টে খেলে স্বর্ণই জিতলেন না, তিনটি রেকর্ডও গড়লেন দেশসেরা এই নারী ভারোত্তোলক। স্ন্যাচে ৮২ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ কেজি তোলেন মাবিয়া। মোট ১৮৯ কেজি তুলে এই ইভেন্টে রেকর্ডসহ স্বর্ণ জেতেন মাবিয়া।
২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে মাবিয়া ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০২ কেজি। ওই আসরে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে হয়েছিলেন ষষ্ঠ।
চার বছর ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৬৪ কেজি ওজন শ্রেণিতে ১৮১ কেজি ওজন তোলেন তিনি। সেবার ১২ জনের মধ্যে অষ্টম হয়েছিলেন তিনি। এবার খেললেন ৭১ কেজিতে।
আরআই/এমএমআর/এএসএম