ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সর্বোচ্চ আয়ের ফুটবলার মেসি

প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৩ এপ্রিল ২০১৬

মাঠের লড়াইয়ে দুজনে প্রবল প্রতিদ্বন্দ্বী। দলীয় ও ব্যক্তিগত লড়াইয়েও সব সময় একে অপরকে ছাড়িয়ে যেতে চান। এবার আয়ের দিক থেকে রোনালদোকে ছাড়িয়ে গেলেন বার্সার প্রাণ ভোমরা মেসি। তবে এই তালিকা মাঠের পারফর্মেন্স হিসেবে নয়, তৈরি করা হয়েছে তাদের বাৎসরিক আয়ের উপর ভিত্তি করে।

ফ্রান্সের ফুটবল সাময়িকী সম্প্রতি একটি নতুন তালিকা প্রকাশ করেছে। এখানে আয়ের দিক থেকে টানা তৃতীয়বার শীর্ষস্থান ধরে রেখেছেন মেসি। বছরান্তে ৭৪ মিলিয়ন ইউরো আয় করেন বার্সেলোনার এই মহা-তারকা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের রোনালদোর আয় ৬৭ দশমিক ৪ মিলিয়ন এবং তৃতীয়তে থাকা নেইমারের মোট বাৎসরিক আয় ৪৩ দশমিক ৪৩ দশমিক ৫ মিলিয়ন ইউরো।
 
তবে শুধুমাত্র বেতনের দিক থেকে অবশ্য পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো পেছনে ফেলেছেন মেসিকে। আর্জেন্টাইন ফুটবলার মেসি যেখানে নিয়মিত বেতন থেকে আয় করেন ৫১ দশমিক ৮ মিলিয়ন ইউএস ডলার। রোনালদোর বাৎসরিক বেতন ৫২ দশমিক ৬ মিলিয়ন ইউএস ডলার।

এমআর/পিআর

আরও পড়ুন