মুস্তাফিজ নৈপুণ্যেও হায়দারাবাদের হার
২২৭ রান স্কোর বোর্ডে থাকলে এমনিতেই অর্ধেক হেরে বসে প্রতিপক্ষ যেকোনো দল। সানরাইজার্স হায়দারাবাদও হেরে বসেছিল ম্যাচের প্রথম ইনিংস শেষেই। তবুও তারা লড়াই করেছে। ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নৈপুণ্যে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান পর্যন্ত করতে পেরেছে মুস্তাফিজুর রহমানের দলটি। ফলে নিজদের প্রথম ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৫ রানের বড় ব্যবধানে হারলো সানরাইজার্স হায়দারাবাদ।
মূলত বোলারদের কারণেই হারতে হয়েছে সানরাইজার্সকে। খুবই বাজে বোলিং করেছে হায়দারাবাদের দলটি। যদিও ব্যর্থতার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন বাংলাদশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। অন্য সব বোলার যেখানে ৪ ওভারে ৫৫ থেকে ৫৭ করে রান দিয়েছেন সেখানে মুস্তাফিজ দিয়েছেন মাত্র ২৬ রান। নিয়েছেন দুটি উইকেট। বাকি উইকেট দুটি পেয়েছেন ভুবনেশ্বর কুমার। মুস্তাফিজের এমন নৈপুণ্যের পরও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হেরে গেলো হায়দারাবাদ।
২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানকে হারিয়ে বসে হায়দারাবাদ। মইসেস হেনরিক্স কিছুটা ব্যাট ধরার চেষ্টা করলেও মাত্র ১৯ রান করে আউট হয়ে যান তিনি। এরপর নোমান ওঝা এবং দীপক হুদা দ্রুত আউট হয়ে গেলে মাঠে নামেন ইয়ন মরগ্যান। ১৮ বল খেলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৮ বলে ৩২ রান করেন আশিস রেড্ডি। ২৬ রান করেন করণ শর্মা।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলির বিস্ফোরক ব্যাটিংয়ের ওপর ভর করে সানরাইজার্সের সামনে ২২৭ রানের বিশাল এক স্কোর গড়ে তোলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিএ/আইএইচএস