ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার বোঝা যাবে কার কতো কোয়ালিটি : তাইজুল

প্রকাশিত: ১২:৫২ পিএম, ১২ এপ্রিল ২০১৬

ঢাকা প্রিমিয়ার লিগে বরাবরই স্পিন সহায়ক উইকেট তৈরি করা হয়। এ কারণে শুরু থেকেই ঢাকায় স্পিনারদের দাপট দেখা যায়; কিন্তু গত দুই বছরে মুস্তাফিজ, তাসকিন, আল-আমিনদের মত তরুণ পেসাররা দুর্দান্ত বল করায় এখন পেস বোলিংকেও দারুণ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তাই এবারের প্রিমিয়ার লিগে স্পোর্টিং উইকেট তৈরি হবে বলেই জানা গেছে। এ কারণে এবারই স্পিনারদের কোয়ালিটি বুঝা যাবে বলে মনে করেন উদীয়মান বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগে এবার লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের হয়ে খেলবেন তাইজুল। তাই লিগ শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলনে করেন তিনি। এ সময় সাংবাদিকদের তাইজুল বলেন, ‘যদি স্পোর্টিং উইকেট বানায়, তাহলে বোঝা যাবে কার কতখানি কোয়ালিটি। কার কতখানি মেধা, তখনই এটা বের হয়ে আসবে। এটাকে আমি ভালো মনে করি।’

গতবছর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলে পেসাররা ভালো খেলছেন। সে তুলনায় স্পিনাররা জ্বলে উঠতে পারছেন না। বিশ্বকাপেও মুস্তাফিজ, আল-আমিনরা দুর্দান্ত বোলিং করেছেন। স্পিনাররা ভালো করছে না কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্বকাপে সাকিব ভাই ভালোই করেছেন। যে কয় ম্যাচ খেলেছেন, সানি ভাইও ভালো করেছেন। বিপিএলে প্রায় সবাই ভালো করেছে। পেসারদের কারণে প্রতিযোগিতা বেড়েছে। স্পিনারও আছে কিন্তু তাদেরকে আরো বেশ কয়েক জায়গায় ভালো করতে হবে, স্পিনটা বাড়াতে হবে। বিশ্বমানের ব্যাটসম্যানদের আটকাতে হলে মান আরো ভালো করতে হবে। যেটা আছে এরচেয়ে আরো ভালো করতে হবে।’

এবারের লিগে ভালো করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাইজুল। সম্প্রতি ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি। এবারের আসরে সেরা উইকেট শিকারি হওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন বলে জানালেন তাইজুল তিনি। তবে নিজ দলে একজন ভালো স্পিন কোচ পেলে কাজটা আরও সহজ হবে বলেও জানান তিনি।

আরটি/আইএইচএস/পিআর

আরও পড়ুন