ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘সবে শুরু, দেশকে আরো ওপরে নিয়ে যাবো’

প্রকাশিত: ১২:০০ পিএম, ১২ এপ্রিল ২০১৬

স্বপ্নের মত ২০১৫ সাল কাটিয়েছে বাংলাদেশ। ২০১৬তেও সাফল্য কম নয়। টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে খেললো তারা। তবে শুধুমাত্র এ সাফল্যেই সন্তুষ্ট নন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামনে আরও বড় কিছু অর্জন করার লক্ষ্য। এমনটাই জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।

ঢাকা প্রিমিয়ার লিগে এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। তাই লিগ শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলনে এসেছিলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমার প্রত্যাশা সামনের বছরগুলোতে আমরা আরো ভালো ক্রিকেট খেলবো। দেশ হিসেবে অনেক কিছুই অর্জন করার বাকি আছে। সবে শুরু, ইনশাল্লাহ আমরা আরো ভালো ক্রিকেট খেলে দেশকে আরো ওপরে নিয়ে যাবো।’

খেলতে নামলে কখনও সাফল্য পাবেন কখনও পাবেন না। তারপরও সমর্থকদের সমর্থন চান মাহমুদউল্লাহ। খারাপ সময়ে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একটাই কথা আমরা অনেক সময় ব্যর্থ হই; কিন্তু তাদের সমর্থনটা সব সময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা আছেন এবং যারা থাকবেন তাদের সমর্থন অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশকে সাফল্য এনে দিই, চেষ্টা করি ভালো খেলার। আবার ব্যর্থও হই। তবে তাদের সমর্থন যেন আমরা সব সময়ই পাই এই প্রত্যাশা থাকে।’  

উল্লেখ্য, এশিয়াকাপ থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপেও দারুণ খেললেন তিনি। তবে ভারতের বিপক্ষে শেষদিকে একটি ভুল শটে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। মুশফিকুর রহিম আউট হওয়ার পরের বলে প্রায় একই শট খেলে আউট হওয়ায় সমর্থকদের রোষানলে পড়েন তিনি।

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন