ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গুলশানে বড় পর্দায় বিপিএল দেখার আয়োজন ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২১ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর গুলশানে বড় পর্দায় বিপিএল দেখার ব্যবস্থা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশান-২ এর ডিএনসিসির প্রধান কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, বিপিএল খেলার শুরু থেকেই নগর ভবনের সামনে বড় পর্দার ব্যবস্থা করে ডিএনসিসি। এর আগে গত বছর ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় দেখায় সংস্থাটি। আগামী মে থেকে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের খেলাও বড় পর্দায় দেখানো হবে। বড় পর্দার এই আয়োজন সবার জন্যই উন্মুক্ত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ডিএনসিসির ফেসবুক পেজে এক পোস্টে বড় পর্দায় খেলার আয়োজনের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।

সঙ্গে এর ক্যাপশনে বলা হয়, গুলশান নগর ভবনের সামনে বড় পর্দায় বিপিএল ক্রিকেট! উপভোগ করছে অসংখ্য মানুষ। ডিএনসিসির উদ্যোগে দেখানো হচ্ছে প্রতিটি খেলা।

এমএমএ/এমএসএম