ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ার লিগে পেসারদের প্রতিপক্ষ উইকেট

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০১৬

গত বছর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দারুণ বোলিং করে যাচ্ছেন পেসাররা। আর তার ফল হিসাবে দলও পারফরম্যান্স করছে নজরকাড়া। পেসারদের পারফরম্যান্সে সাম্প্রতিক সময়ে ঘাসের উইকেট দেখা গিয়েছে বাংলাদেশে। তবে প্রিমিয়ার লিগে সে ধারা নাও থাকতে পারে মনে করেন দলের অন্যতম সেরা পেসার আল আমিন হোসেন। এ লিগে স্পিন সহায়ক উইকেট তৈরি করা হবে বলেও জানান তিনি। তাই এমন উইকেটে বোলিং করা একটু কঠিনও মনে করেন আল-আমিন।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে আল-আমিন বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে বরাবরই স্পিন সহায়ক উইকেট হয়ে থাকে। তাই আমাদের জন্য উইকেট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বলে মনে হয়। গত বছর থেকেই দেখবেন আমাদের হয় স্পোর্টিং উইকেট, না হয় পেস বোলিং সহায়ক উইকেট হচ্ছে। সেক্ষেত্রে দলে পেস বোলার যেই খেলছে ভালো করেছে বা ভালো করার চেষ্টা করেছে। ঢাকা প্রিমিয়ার লিগে দেখা যায় স্পিন ট্র্যাক বা স্লো ট্র্যাক হয়, স্পিনারদের প্রাধান্য দেওয়া হয়।’

তবে উইকেট যেমনই হোক নিজেদের সঠিক জায়াগায় বল করতে চান আল-আমিন। লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারলে এ উইকেট থেকেই ভালো করা সম্ভব বলে জানান তিনি। এ প্রসঙ্গে আল আমিন বলেন, ‘তবে আমরা যারা পেসার আছি তারা যদি সঠিক জায়গায় বল করতে পারি এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে এ উইকেট থেকেও ভালো করা সম্ভব।’

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আল-আমিন। টি-টোয়েন্টি সংস্করণে খেলা হলেও তার বিশ্বাস, আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ওয়ানডে সংস্করণেও ভালো করতে পারবেন তিনি। এ নিয়ে আল-আমিন বলেন, ‘টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুইটা ভিন্ন মেজাজের খেলা। তারপরও একটা কোন কথা বলটা জায়গা মতই করতে হবে। অবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ভালো করেছি তাই এর আত্মবিশ্বাস এখানে অনেক কাজে দিবে বলে আশা করি।’

আরটি/আইএইচএস/এমএস

আরও পড়ুন