ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম ম্যাচে সাকিবকে রাখেনি কেকেআর

প্রকাশিত: ০২:১২ পিএম, ১০ এপ্রিল ২০১৬

বলা হচ্ছিল সাকিব হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ভরসার নাম। দু’দিন আগে কেকেআরের অফিসিয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সাকিব। দলের পরিকল্পনা, প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন তিনিই। অথচ, উদ্বোধনী ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষেই একাদশে রাখা হয়নি সাকিব আল হাসানকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী চারজন বিদেশি খেলাতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। সেই চারজনের কোটায় ঠাঁই হয়নি সাকিবের। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুই অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ এবং জন হাস্টিংস। এছাড়া অলরাউন্ডার হিসেবে এই দলে খেলবেন ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল এবং আরেক বিদেশি হিসেবে কোটায় সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান কলিন মুনরো।

কেকেআর
গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মানিষ পাণ্ডে, কলিন মুনরো, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, জন হাস্টিংস, ব্র্যাড হজ, উমেষ যাদব।

দিল্লি ডেয়ার ডেভিলস
কুইন্টন ডি কক, মাইনাক আগরওয়াল, স্রেয়াশ আইয়ার, করণ নায়ান, সাঞ্জু স্যামসন, পবন নেগি, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস মরিস, জহির খান, অমিত মিশ্র, নাথান কাউল্টার নেইল।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন