কেমন হলো প্রিমিয়ার লিগের দলগুলো!
আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এ উপলক্ষ্যে রোববার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে হয়ে গেল প্লেয়ার বাই চয়েজ ‘প্লেয়ার্স ড্রাফট’। চার পর্বে মোট ১৩টি রাউন্ডের মাধ্যমে এ ড্রাফট অনুষ্ঠিত হয়। তবে কোন রিটেইন খেলোয়াড় না রাখায় শুরুতেই নতুন প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দুইজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হয়। আর তাই অলক কাপালী ও ইলিয়াস সানিকে দলে নেয় দলটি।
এ ড্রাফটের শুরুতেই সৌভাগ্যবান ছিল আবাহনী। প্রথমেই তারা অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে অন্তর্ভুক্ত করে। শুধু তাই নয় আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরির দ্বিতীয় লটারিতেও প্রথম হয় তারা। ফলে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়াতে পারে তারা।
আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরি নির্বাচনে সবচেয়ে সৌভাগ্যবান ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুযোগ পেয়ে তারা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয়। জাতীয় দলের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। আর টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই বন্ধু তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে একসঙ্গে নিয়েছে আবাহনী লিমিটেডে।
বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক নিয়েছেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মানকে। আর রানারআপ প্রাইম দোলেশ্বর নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেনকে। এছাড়া ভিক্টোরিয়ায় মুমিনুল হক সৌরভ ও লিজেন্ডস অব রুপগঞ্জে খেলবেন সৌম্য সরকার। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমানকে নিয়েছে মোহামেডোন।
যেমন হলো এবারের প্রিমিয়ার লিগের দলগুলোর চেহারা
প্রাইম ব্যাংক: কাজী নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, মেহেদী মারুফ, তাইবুর রহমান পারভেজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ইয়াসির আলী রাব্বী, মনির হোসেন খান, শেহনাজ আহমেদ, মোহাম্মদ আজিম, জনি তালুকদার, ইয়াসির আরাফাত মিশু, সাব্বির রহমান রুম্মান।
প্রাইম দোলেশ্বর: রনি তালুকদার, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা, রকিবুল হাসান, আল-আমিন হোসেন, রাহাতুল ফেরদৌস, ইমতিয়াজ হোসেন তান্না, সগির হোসেন পাভেল, মোহাম্মদ জিয়াউর রহমান, জাকারিয়া মাসুদ, নাসির হোসেন।
আবাহনী লিমিটেড: লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাব কুমার নয়ন, আবু বকর সিদ্দীক, তামিম ইকবাল, সাকিব আল হাসান।
কলাবাগান ক্রিকেট একাডেমি: মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান লিমন, ইরফান শুক্কুর, বিশ্বনাথ হালদার, মাইশুকুর রহমান, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আব্দুল হালিম, প্রসেনজিৎ দাস, নূর হোসেন মুন্না, তাপস ঘোষ, রিফাত প্রধান, দিদার হোসেন ইমরান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: নাঈম ইসলাম, আরিফুল ইসলাম, সৈকত আলী, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন, শুভাষিস রায় চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, হাবিবুর রহমান জনি, নাজমুল হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান।
লিজেন্ডস অব রূপগঞ্জ: জহিরুল ইসলাম অমি, খন্দকার মোশাররফ হোসেন, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দীক, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মেহেদী হাসান রানা, মোহাম্মদ নাহিদুল ইসলাম, সাজ্জাদুল হক রিপন, মুরাদ খান, মোহাম্মদ শাহীন হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: নাদিফ চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, আল-আমিন হোসেন (জুনিয়র), আব্দুল মজিদ, কামরুল ইসলাম রাব্বী, ফজলে রাব্বী মাহবুব, এনামুল হক, জুবায়ের আহমেদ, ডলার মাহমুদ, মাহমুদুল হক সেতু, হুমায়ুন কবির শাহীন, মুমিনুল হক সৌরভ।
ব্রাদার্স ইউনিয়ন : আসিফ হাসান, ইফতেকার সাজ্জাদ রনি, জাকির হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ, আহমেদ সাদিকুর রহমান, সঞ্জিত সাহা দ্বীপ, তুষার ইমরান, নুরুল আলম সাদ্দাম, নাফিস ইকবাল, রুম্মান আহমেদ, শেখ নাজমুল হোসেন, ইমরুল কায়েস।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: সোহাগ গাজী, আরাফাত সানী, মার্শাল আইয়্যুব, মুক্তার আলী, জয়রাজ শেখ ঈমন, শফিউল ইসলাম, শেখ নাজমুস সাদাত, জাবিথ হোসেন, রাসেল আল মামুন, মাহমুদুল করিম মিঠু, আব্দুর রহমান রনি, মাহমুদউল্লাহ রিয়াদ।
কলাবাগান ক্রীড়া চক্র: খান আব্দুর রাজ্জাক, তাসামুল হক, মোহাম্মদ শরীফউল্লাহ, সাদমান ইসলাম অনিক, তানভীর হায়দার খান, মেহরাব জুনিয়র, নিহাদুজ্জামান,জসিম উদ্দীন, দেওয়ান সাব্বির আহমেদ, হাসানুজ্জামান, রবিউল ইসলাম শিবলু, শরীফুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস): সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, পিনাক ঘোষ (বাউন্ডিং), নাসুম আহমেদ, সাঈদ সরকার, রাজিন সালেহ আলম, অমিত মজুমদার, সালেহ আহমেদ শাওণ, মোহাম্মদ সালমান হোসেন লিমন, রাফাতুজ্জমান অভি, আলী আহমেদ মানিক, মেহরাব হোসেন জোসি।
গাজী গ্রুপ ক্রিকেটার্স: অলক কাপালি, ইলিয়াস সানী, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান, মোহাম্মদ শরীফ, ফরহাদ হোসেন, মোহাম্মদ ফোরকান, আবু সায়েম চৌধুরী, নাসিরউদ্দিন ফারুক, সাজেদুল ইসলাম, ইমামুল মুস্তাকিম রাসেল, এনামুল হক বিজয়।
আরটি/আইএইচএস/এবিএস