ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিমানবন্দরে দাঁড়ির বিড়ম্বনায় অপমানিত মইন আলী!

প্রকাশিত: ০৯:১২ এএম, ১০ এপ্রিল ২০১৬

বিশ্বজুড়ে চলা সন্ত্রাসবাদের কারণে বিমানবন্দরে মুসলিম যাত্রীদের হেনস্তার শিকার হওয়া নতুন কিছু নয়। এই তালিকায় আগে থেকেই অনেক বড় তারকাও ছিলেন। আর এবার তাতে যুক্ত হলেন ইংলিশ ক্রিকেটার মইন আলী।

ইংল্যান্ড দলের হয়ে বিশ্বের নানা প্রান্তে তাকে ভ্রমণ করতে হয় মইন আলীকে। কিন্তু, আগে কখনওই তাকে এমন ঘটনার শিকার হতে হয়নি। শনিবার নিজের দেশ বার্মিংহাম বিমানবন্দরে ৪০ মিনিট আটকে রাখা হয় তাকে।

নিজের এই নতুন অভিজ্ঞতা টুইট করেই জানিয়েছেন মইন আলী, ‘এত দিন ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে কতই না যাওয়া-আসা করেছি। যেদিন একা, সেদিনই আমাকে আটকে দিল। আরেক টুইটে তিনি লেখেন, বার্মিংহাম বিমানবন্দরে কঠিন সময় পার করলাম!’

এ ঘটনার পর ইংল্যান্ড দলের লেগ স্পিানর আদিল রশিদ পাল্টা টুইটে কর্তৃপক্ষকে ধুয়ে দিয়েছেন। লিখেছেন, ‘এটা স্রেফ ক্লাউনদের কাজ!’ আরেক ক্রিকেটার ওয়াইজ শাহ ঘটনার কারণ ব্যাখ্যা করে লিখেছেন, ‘এর পেছনে তোমার দাঁড়ি একটা কারণ হতে পারে।’ যদিও, বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনায় এখনো কোনো ব্যাখ্যা দেয়নি।  

এমআর/এমএস

আরও পড়ুন