আগে চেষ্টাটা করে নেই, অবসর ভাবনা নিয়ে সাকিব
আগের দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন-'সাকিব যদি ব্যাটিংয়ে ফিরতে না পারে, তবে আর ক্রিকেট খেলবে না।'
সাকিব আল হাসান ব্যাটিংয়ে ফেরার চেষ্টা করছেন। নেটে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করছেন। চোখের সমস্যাটা কমছে কিনা বোঝার চেষ্টা করছেন।
কিন্তু দুই ম্যাচ পর ব্যাটিংয়ে নেমে সাকিব আউট হলেন গোল্ডেন ডাকে। বোঝা গেলো, নেটে যতই অনুশীলন করেন না কেন, চোখের সমস্যাটা এখনও ভোগাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
গুরু সালাউদ্দিন বলে গেলেন, ব্যাটিংয়ে ফিরতে না পারলে আর ক্রিকেট খেলবেন না। সাকিব নিজে কী ভাবছেন? অবসর ভাবনার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই সাকিবের উত্তর, 'আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি। আগে চেষ্টাটা শেষ করে নেই। তার পরেরটা পরে ভাবব।'
শুধু বোলার হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন। জাতীয় দলেও কি এভাবে খেলা সম্ভব? সাকিব সেই প্রশ্নের জবাবও দিলেন কৌশলে, 'এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনও চলছে। দেখি কী অবস্থা দাঁড়ায়। পরে অফিসিয়ালদের সঙ্গে কথা হবে, তারপর সিদ্ধান্ত।'
ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগেই সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পর তিনি আর ওয়ানডেতে অধিনায়ক থাকবেন না। তবে কাগজে-কলমে এখনও সাকিব তিন ফরম্যাটেরই অধিনায়ক।
অধিনায়কত্বের বিষয়ে কি কোনো সিদ্ধান্তে এসেছেন? টাইগার দলপতির কথা, 'বোর্ডের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।'
এমএমআর/এমএইচআর