ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোববার আপিল করতে পারেন সাকিব

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৯ জুলাই ২০১৪

শাস্তি কমানোর আবেদন করতে শনিবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)কার্যালয়ে আসেননি সাকিব আল হাসান। বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র মতে, রোববার আপিল করতে পারেন তিনি। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ব্যক্তিগতভাবে তার ধানমন্ডি কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন সাকিব। সাকিবকে আপিল করার পরামর্শ দিয়েছিলেন বিসিবি প্রধান। বৃহস্পতিবার সাকিব আপিল করতে পারেন এমনই কথা ছিল। তবে শনিবার বিকাল পর্যন্ত দেশ সেরা এই ক্রিকেটারের পক্ষ থেকে আপিল করার কোনো উদ্যোগ দেখা যায়নি।

এদিকে সাকিব কবে-কখন আপিল করবেন এবং তার শাস্তি কতটুকু মওকুফ হবে এ নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে ভক্তদের। বাতাসে নানা গুঞ্জন। কোনো কোনো সূত্র মতে, সাকিব আপিল করলে বেশিরভাগ শাস্তিই কমে যেতে পারে। আবার বিসিবি সংশ্লিষ্ট কেউ কেউ বলেছেন, নামেমাত্র শাস্তি কমবে। কারণ বিসিবি সভাপতি শৃঙ্খলার ব্যাপারে কঠোর অবস্থানে। তিনি সাকিব ইস্যু দিয়ে অন্য দলের অন্য ক্রিকেটারদের সতর্ক করতে দৃঢ় প্রতিজ্ঞ।

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে সাকিবকে ছয় মাস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। একই সঙ্গে দেড় বছর দেশের বাইরে লিগ খেলা বন্ধের শাস্তিও পান তিনি। শাস্তি চলাকালে সাকিব অনুশীলন চালিয়ে যেতে পারবেন। এই জন্য আলাদা অনুশীলনের ব্যবস্থা করা হবে। সেখানে শাস্তির মেয়াদকাল পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবেন তিনি।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের পুলভুক্ত খেলোয়াড়দের তালিকাতে নাম নেই সাকিব আল হাসানের। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সাকিবের নাম ছাড়াই পুলভুক্ত ২৩ ক্রিকেটারের নাম ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে পাঠিয়ে দিয়েছে।