ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলেও অনিশ্চিত মালিঙ্গা

প্রকাশিত: ০৪:৫১ এএম, ০৮ এপ্রিল ২০১৬

ইনজুরির কারণে এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন মালিঙ্গা। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এবার সেই ইনজুরির কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

মুম্বাই প্রধান কোচ রিকি পন্টিং জানিয়েছেন, মালিঙ্গার মত একজন বোলারকে না পাওয়া সত্যি হতাশার।  আইপিএল-এর ইতিহাসে সর্ব্বোচ্চ উইকেট শিকারি সে। এখনও শতভাগ ফিট হয়ে উঠতে পারেন নি। তার বিকল্প হিসেবে টিম সাউদি কিংবা মার্চেন্ট ড্যা লেং ভাবনায় থাকলেও আমরা তার জন্য আরো দুই সপ্তাহ অপেক্ষা করবো।

অন্যদিকে ইনজুরি আক্রান্ত পোলার্ডের ব্যাপারে সুখবর পেয়েছে মুম্বাই। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে ইনজুরিতে পড়লেও এখন বর্তমানে মাঠে নামবার জন্য অনেকটাই ফিট হয়ে উঠেছেন হাডহির্টার কাইরোন পোলার্ড। সব কিছু ঠিক থাকলে নিজেদের প্রথম ম্যাচ থেকে পোলার্ডকে পাবেন বলে আশা করেছেন কোচ রিকি পন্টিং।

এমআর/পিআর

আরও পড়ুন